![মুন্সীগঞ্জে চিকিৎসককে রোগীর স্বজন কর্তক মারধর : প্রতিবাদে কর্মসুচি](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/03/14/munshigoang-map_67023.jpg)
মুন্সীগঞ্জ, ১৪ মার্চ, এবিনিউজ : মায়ের চিকিৎসায় অসন্তুষ্ট হয়ে বন্ধুদের নিয়ে ডাক্তারকে মারধর করেছেন রাকিব(২২) নামের এক যুবক। গতকাল সোমবার বেলা সাড়ে ১১ টায় মাকে নিয়ে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের বহি:বিভাগের সিনিয়র কনসালটেন্ট নাক কান গলার চিকিৎসক শেখ মো: মুনির উদ্দীনের চেম্বারে আসে।
পরে রোগীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল হাসপাতালে রেফার্ড করেন ডাক্তার। এই ঘটনায় রাকিব অসন্তুষ্ট হয়ে ঘন্টা খানেক পর কয়েকজন সঙ্গীকে নিয়ে চিকিৎসক শেখ মো:মুনির উদ্দীনের উপর হামলা করেন। আবাসিক চিকিৎসক শাখাওয়াৎ হোসেন জানান, কোন কারণ ছাড়াই বহিরাগতরা হাসপাতালে ঢুকে এমন অনাকাঙ্খিত কাজ করলে তাদের দায়িত্ব পালন হুমকির মধ্যে পরে যাবে।
এই ঘটনার প্রতিবাদে হাসপাতালের চিকিৎসক ও বিএম এর মুন্সীগঞ্জ শাখা, আগামী কাল মানব বন্ধন কর্মসুচি ও জরুরী চিকিৎসাবাদে সকাল নয়টা থেকে দশটা পর্যন্ত এক ঘন্টা বাকি চিকিৎসা বর্জনের ঘোষণা দিয়েছে। তবে এই ঘটনায় রাকিবের সহযোগি মিঠুকে আটক করেছেন পুলিশ।
এবিএন/মোঃ লিহাজ উদ্দীন মানিক/জসিম/রাজ্জাক