রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
logo
  • হোম
  • সারাদেশ
  • মুন্সিগঞ্জে স্ট্যাম্প ভেন্ডার সমিতির সভাপতিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

মুন্সিগঞ্জে স্ট্যাম্প ভেন্ডার সমিতির সভাপতিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

মুন্সিগঞ্জে স্ট্যাম্প ভেন্ডার সমিতির সভাপতিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

মুন্সীগঞ্জ , ১৫ মার্চ , এবিনিউজ : জালিয়াতির অভিযোগে স্ট্যাম্প ভেন্ডার সমিতির সভাপতিসহ ৭ জনের নামে থানায় মামলা করেছেন মুন্সীগঞ্জ আইনজীবী সমিতি। গতকাল মঙ্গলবার বিকেলে দায়ের করা এ মামলার বাদী হয়েছেন মুন্সীগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট অজয় চক্রবর্তী।ওকালত নামা, জামিননামা ও কোর্ট ফি, বার কাউন্সিলের স্টিকার নিজেরা প্রেসে ছাপিয়ে এবং মুন্সীগঞ্জ আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক-সহ সাধারণের সীল স্বাক্ষর নকল করে তারা ২ বছর ধরে আদালতে বিক্রি করে আসছে বলে মামলায় উল্লেখ্য করা হয়েছে।মামলার আসামিরা হলেন- মুন্সীগঞ্জ স্ট্যাম্প ভেন্ডার সমিতির সভাপতি এস এম দেলোয়ার হোসেন, ইকরাম, মুগ্ধ, আবুল হাসনাত ফরিদ, সুজন, রাজিব ও ভেন্ডার সমিতির ছেলে মো. আরিফুল ইসলাম রাজিব ওরফে রাজু।আইনজীবীরা জানিয়েছেন, মুন্সীগঞ্জ আদালতে স্ট্যাম্প ভেন্ডার বিক্রেতারা নারায়ণগঞ্জের টিচাগং রোডের দ্বীন ইসলামের প্রেস থেকে সীল-স্বাক্ষর জাল করে ওকালতনামা ও জামিননামা ছাপিয়ে এনে বিক্রি করে আসছে। গত কয়েকদিন আগে মুন্সীগঞ্জ আইনজীবী সমিতির সাবেক সভাপতি নাসিরুজ্জামান খান ও সাবেক সাধারণ সম্পাদক মাসুদ আলমের নজরে আসে এ ঘটনা। এরপর তাদের অভিযোগের ভিত্তিতে জেলা আইনজীবী সমিতির কার্যকরী কমিটি একটি ৮ সদস্য বিশিষ্ট অনুসন্ধান কমিটি গঠন করে দেয়।

এই কমিটির আহবায়ক আইনজীবী সমিতির সহ-সাধারণ সম্পাদক হান্নান জুয়েল অপর সদস্যদের নিয়ে তদন্তে নামেন। এই কমিটি সত্যতা পেয়ে ৭ স্ট্যাম্প ভেন্ডার বিক্রেতাকে সনাক্ত করে ১৩ ই মার্চ আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। তদন্ত প্রতিবেদন তাদের সম্পৃক্ততা থাকায় অন্যান্য আইনজীবীদের মতামতের পর মঙ্গলবার বিকেলে মুন্সীগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি অজয় চক্রবর্তী বাদী হয়ে ৭ জনকে আসামি করে মুন্সীগঞ্জ সদর থানায় মামলা করেন।উল্লেখ্য, ওকালত নামা, জামিননামা এবং বার কাউন্সিলের স্টিকার মুন্সীগঞ্জ আইনজীবী সমিতির কাছ থেকে ভেন্ডাররা ক্রয় করে নিয়ে তা বিক্রি করে থাকেন। ওকালত নামা ও জামিননামা বিক্রি আইনজীবী সমিতির আয়ের উৎস এবং স্টিকারের মূল্য বার কাউন্সিলে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু স্ট্যাম্প ভেন্ডার বিক্রেতাদের জালিয়াতির কারণে তাদের আয়ের উৎস কমে গেছে।

এ ব্যাপারে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুচ আলী বলেছেন, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এবিএন/আতিকুর রহমান টিপু/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত