শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • মাদারীপুরে কচি কাচা বম্বেসুইট জেলা পর্যায়ে সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত

মাদারীপুরে কচি কাচা বম্বেসুইট জেলা পর্যায়ে সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত

মাদারীপুরে কচি কাচা বম্বেসুইট জেলা পর্যায়ে সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত

মাদারীপুর, ১৫ মার্চ , এবিনিউজ :মাদারীপুর পৌর শহর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে আজ বুধবার বেলা ১২টার সমায়। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এর সহযোগিতায় কেন্দ্রীয় কচিকাচা মেলার আয়োজনে জেলা পর্যায়ে বম্বেসুইট সঙ্গীত প্রতিযোগিতা জেলা পর্যায়ে বম্বেসুইট সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

জেলা পর্যায়ে বম্বেসুইট সঙ্গীত প্রতিযোগিতা ক ও খ বিভাগে মোট ১২ জন অংশ গ্রহন করে। এর মধ্যে প্যত্যেক বিভাগে তিন জন করে পুরুস্কার ও অংশগ্রহন কারীদে সনদ প্রদান হয়। প্রথম স্থান অধিকার করে ক ও খ বিভাগে মশিউর এবং সরোয়ার আরিফ।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার রওসন আলী, ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার মো. লিয়াকত হোসেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শহিদুল ইসরাম মুন্সী, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোাহাম্মদ মনিরুজ্জামান মিয়া, পৌর অফিস সংলগ্ন মডেল সরকারী প্রা. বি. প্রধান শিক্ষিকা দিলারা বেগম, বম্বেসুইট এরিয়া সেলর্স ম্যানেজার বরিশাল এম এন এইচ মিজান, মাদারীপুর জোন ইনচার্জ মন্নান

প্রিন্ট ও ইলেকট্রনিক্স সাংবাদিক সহ প্রমুখ্য।

এবিএন/সাব্বির হোসাইন আজিজ/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত