সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩১
logo

জাফলংয়ে মাটিচাপায় ২ শ্রমিক নিহত

জাফলংয়ে মাটিচাপায় ২ শ্রমিক নিহত

সিলেট, ১৬ মার্চ, এবিনিউজ : সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে পাথর তোলার সময় মাটিচাপায় দুই শ্রমিক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার ডাউকী নদীর তীর ধসে তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন- আকরাম হোসেন (৪৫) ও লেচু মিয়া (৩৫)।

পুলিশের দাবি, ভোরে পাথর চুরি করতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু ঘটে। গোয়াইনঘাট থানার ওসি দেলোয়ার হোসেন জানান, খবর পেয়ে সকালে পুলিশ গেলেও মাটি সরিয়ে লাশ উদ্ধার করতে অনেক সময় লেগে যায়।

এর আগে গত সপ্তাহে গর্ত করে পাথর উত্তোলনের সময় মো. মুস্তাকিমসহ ৬ শ্রমিক নিহত হন। এরমধ্যে ১৯ ফেব্রুয়ারি জাফলংয়ে চুনা কোয়ারির গর্তধসে দুই পাথর শ্রমিক ও ৯ ফেব্রুয়ারি একই উপজেলার বিছনাকান্দি এলাকায় পাথর তোলার সময় ধসে তিন পাথর শ্রমিক নিহত হন।

এবিএন/মমিন/জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত