বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

নড়াইলে পুলিশি অভিযানে আটক ৩১

নড়াইলে পুলিশি অভিযানে আটক ৩১

নড়াইল, ১৬ মার্চ, এবিনিউজ : নড়াইলে অভিযান চালিয়ে চার মাদক বিক্রেতাসহ বিভিন্ন মামলায় ৩১ জনকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার রাত থেকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত চালানো এ অভিযানে ১৩২ পিস ইয়াবা ও ১০ বোতল ফেনসিডিলও উদ্ধার করা হয়।

জেলা পুলিশের নিয়ন্ত্রন রুম সূত্রে জানা গেছে, জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদের আটক করা হয়। এর মধ্যে নড়াইল সদর থানায় ২ মাদক বিক্রেতাসহ ৮ জন, লোহাগড়ায় ১ মাদক বিক্রেতাসহ ১২, কালিয়ায় ১ মাদক বিক্রেতাসহ ৫ জন এবং নড়াগাতি থানায় ৬ জনকে আটক করা হয়।

নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম জানান, আটক চার মাদক বিক্রেতার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আটকদের আদালতের মাধ্যমে কারাগারের পাঠানো হয়েছে।

এবিএন/মমিন/জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত