শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
logo
  • হোম
  • সারাদেশ
  • চারদিনের ধর্মঘটে জকিগঞ্জ কানাইঘাটবাসী জিম্মি

চারদিনের ধর্মঘটে জকিগঞ্জ কানাইঘাটবাসী জিম্মি

চারদিনের ধর্মঘটে জকিগঞ্জ কানাইঘাটবাসী জিম্মি

জকিগঞ্জ, ১৬ মার্চ , এবিনিউজ : ভয়াবহ বিধ্বস্ত জকিগঞ্জ-সিলেট সড়ক সংস্কারের দাবীতে রবিবার থেকে চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট। পরিবহন ধর্মঘটে অচল হয়ে পড়েছে জকিগঞ্জ-কানাইঘাট। জিম্মি রয়েছেন দুই উপজেলার ছয় লক্ষাধিক মানুষ। টানা চারদিনের ধর্মঘটে মানুষের বর্ণনাতীত কষ্ট হলেও সংশ্লিষ্ট কারো যেনো মাথা ব্যথা নেই এ ব্যাপারে। জেলা শহর সিলেটের সাথে সীমান্ত অঞ্চল জকিগঞ্জের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। জনসাধারণের ভোগান্তি চরম আকার ধারণ করেছে। মঙ্গলবার পর্যন্ত টানা তিনদিনের ধর্মঘটে দূরপাল্লার সকল যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ধর্মঘট প্রত্যাহার করাতে সোমবার বিকেলে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে পরিবহন মালিক ও শ্রমিকদের নিয়ে একটি বৈঠক করেন সিলেটের জেলা প্রশাসক রাহাত আনোয়ার। বৈঠকে উপস্থিত ছিলেন- সড়ক জনপথ বিভাগের সিলেটের এসডি, সিলেটের এডিসি, সিলেট বিভাগীয় মালিক শ্রমিক ফেডারেশনের সভাপতি মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক, বাস মিনিবাস সমিতির সভাপতি আবুল কালাম, মিনিবাস মালিক সমিতির সভাপতি রফিকুল ইসলাম, শ্রমিক সমিতির কোষাধ্যক্ষ সামছুল হক মানিক, শ্রমিক নেতা আজমল আহমদ ও জাহাঙ্গীর আহমদ। বৈঠকে জেলা প্রশাসক সড়ক সংস্কারের আশ্বাস দিলে শ্রমিক নেতারা জেলা প্রশাসককে বলেন, সড়ক গাড়ী চলাচলের উপযুক্ত না হওয়া পর্যন্ত ধর্মঘট প্রত্যাহার করা হবে না এবং কাজ শুরু হলে শ্রমিক নেতারা পরিদর্শন শেষে সন্তুষ্টজনক কাজ হলে ধর্মঘট প্রত্যাহার করবেন বলে জেলা প্রশাসককে আশ্বস্ত করেন। অপরদিকে মঙ্গলবার থেকে জকিগঞ্জ-সিলেট সড়কে জোড়াতালির কাজ শুরু হয়েছে। পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ কাজ পরিদর্শন করে সন্তুষ্ট হননি বলে জানাগেছে। বুধবার রাত ৮ টা পর্যন্ত পরিবহন ধর্মঘট প্রত্যাহারের কোন ঘোষণা দেননি মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ।

স্থানীয় এমপি সেলিম উদ্দিনকে বার বার ফোন করেও সড়ক সংস্কারের ব্যাপারে তার বক্তব্য পাওয়া যায়নি। উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান বলেন, তারা সংশ্লিষ্টদের সাথে সড়ক সংস্কার ও ধর্মঘট প্রত্যাহারের জন্য অনুরোধ করেছেন। সর্বশেষ অবস্থা নিয়ে বুধবার সন্ধ্যায় পরিবহন নেকৃবৃন্দ বৈঠকে বসেছেন। হয়তো বৃহস্প্রতিবার থেকে জকিগঞ্জ সেিলট সড়কে পুনরায় গাড়ী চলাচল শুরু হবে।

এবিএন/মো. আব্দুল্লাহ আল মামুন/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত