রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
logo
  • হোম
  • সারাদেশ
  • গুণীজন সংবর্ধণা পরিষদের মতবিনিময় জকিগঞ্জ প্রেস ক্লাবে

গুণীজন সংবর্ধণা পরিষদের মতবিনিময় জকিগঞ্জ প্রেস ক্লাবে

গুণীজন সংবর্ধণা পরিষদের মতবিনিময় জকিগঞ্জ প্রেস ক্লাবে

জকিগঞ্জ, ১৬ মার্চ , এবিনিউজ : আগামী ১৮ মার্চ শনিবার জকিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সকালে গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বুধবার বিকালে গুণীজন সংবর্ধনা পরিষদের সদস্যবৃন্দ জকিগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেন। গুণীজন সংবর্ধনা কমিটির আহবায়ক অধ্যক্ষ মো: নুরুল ইসলাম এবারের গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানের প্রস্তুতি সম্পর্কে বক্তব্য উপস্থাপন করেন। এ সময় উপস্থিত ছিলেন কমিটির যুগ্ম আহবায়ক কুতুব উদ্দিন, যুগ্ম সদস্য সচিব আব্দুস সবুর, সদস্য মাওলানা আলাউদ্দিন তাপাদার, মাওলানা কাজী হিফজুর রহমান, মুহাম্মদ উল্লাহ বুলবুল, কে এম মামুন, মাওলানা ফদ্বলুর রহমান, আব্দুস সালাম, আব্দুল কাইয়ূম। জকিগঞ্জের ১১ গুণীজনকে এবার সংবর্ধনা ও সম্মাননা প্রদান করছে ‘জকিগঞ্জ গুণীজন সংবর্ধনা পরিষদ’। দ্বিতীয়বারের মতো এ সংগঠন জীবিত ৬ গুণীজনকে সংবর্ধনা ও মরণোত্তর ৫ গুণীজনকে সম্মাননা প্রদান করবে। এবারের সংবর্ধিত গুণীজনরা হলেন, শিক্ষা ক্ষেত্রে শায়খুল হাদীস আল্লামা মক্বদ্দছ আলী (বারগাত্তা- বারঠাকুরী), ধর্মের প্রচার ও প্রসারে শায়খুল হাদীস আল্লামা হাবিবুর রহমান (রারাই-জকিগঞ্জ), সমাজসেবায় আফতাব হোসেন চৌধুরী কয়েছ (বালাউট-কাজলসার), সাহিত্যে কবি কালাম আজাদ (ফুলতলী-মানিকপুর), মুক্তিযুদ্ধে আলহাজ্ব মাসুক উদ্দিন আহমদ (পিয়াইপুর-বিরশ্রী), গবেষণা ও সমাজসেবায় ড. আহমদ আল কবীর (নুরপুর-মানিকপুর)। এছাড়া মরণোত্তর সম্মাননাপ্রাপ্ত গুণীজনরা হলেন- বিশ্ব ব্রতচারী আন্দোলনের প্রতিকৃত শ্রী গুরুসদয় দত্ত (পিয়াইপুর-বিরশ্রী), ভাষা আন্দোলনের পুরোধা ভাষা সৈনিক মতিন উদ্দীন আহমদ (চারিগ্রাম-কাজলসার), প্রথম বাঙ্গালী ব্রিগেডিয়ার এম.আর. মজুমদার (বলরামের চক-কসকনকপুর), জাতীয় মসজিদ বায়তুল মুকাররামের সাবেক খতিব আল্লামা উবায়দুল হক জালালাবাদী (বারঠাকুরী) ও সিলেট এম.সি. কলেজের প্রাক্তণ প্রিন্সিপাল এম.এ. মান্নান (বুরহানপুর, বারহাল)।

উক্ত অনুষ্ঠানে জকিগঞ্জ উপজেলার জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, পেশাজীবী নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ ও কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত থাকবেন। উল্লেখ্য, গতবছর ১৯ মার্চ সিলেট শহরে জকিগঞ্জ গুণীজন সংবর্ধনা পরিষদ প্রথমবার জকিগঞ্জের ৮ গুণীজনকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করে।

এবিএন/মো. আব্দুল্লাহ আল মামুন/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত