বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
ইউনিয়ন পরিষদ নির্বাচন

তালতলীতে আওয়ামীলীগের মনোনয়নের জন্য দৌড়ঝাঁপ

তালতলীতে আওয়ামীলীগের মনোনয়নের জন্য দৌড়ঝাঁপ

বরগুনা, ১৬ মার্চ, এবিনিউজ : বরগুনার তালতলী উপজেলার ৫ ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে

প্রার্থীরা ব্যাপকভাবে দৌড়ঝাঁপ শুরু করেছেন। নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত নির্বাচনী এলাকার সর্বত্রই নির্বাচনের আমেজ বিরাজ করছে। প্রার্থীরা প্রার্থী হওয়ার কথা ঘোষনা দিয়ে একদিকে জন দরদী সেজে দৌড়াচ্ছে ভোটারদেও দ্বারে দ্বারে ও অন্যদিকে মনোনয়ন নিশ্চিত করতে স্থানীয় নেতা-কর্মীদের মন জয় করার জন্য তাদের বিভিন্ন উপঢৌকুনও দিচ্ছে। তবে দলীয় মনোনয়নে প্রার্থীর গ্রহণযোগ্যতাকে বেশ গুরত্ব দেয়া হচ্ছে বলে নির্ভরযোগ্য সুত্রে জানা গেছে।

ইউনিয়ন ভিত্তিক আওয়ামীলীগের দলীয় মনোনয়নে ভিন্ন ভিন্ন চিত্র দেখা গেছে। সুত্রটি জানিয়েছে, আওয়ামীলীগের মনোনয়ন পেতে আগ্রহী ১নং পঁচাকোড়ালিয়া ইউনিয়নে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আঃ রাজ্জাক হাওলাদার, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবু জাফর খোকন হাওলাদার, ও উপজেলা আওয়ামীলীগের

সদস্য বর্তমান চেয়ারম্যান নজির হোসেন কালু পাটোয়ারী মনোনয়ন প্রত্যাশী। এই ৩ মানোনয়ন প্রত্যাশীর মধ্যে স্থানীয় নেতৃবৃন্ধের বেশীর ভাগ সমর্থনই রয়েছে আঃ রাজ্জাক হাওলাদারের পক্ষে ও জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্ধের বেশীর ভাগই আবু জাফর খোকন হাওলাদার পক্ষে।

২নং ছোটবগী ইউনিয়নে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বর্তমান চেয়ারম্যান মুহাঃ তৌফিকউজ্জামান তনু ছাড়াও উপজেলা আওয়ামীলীগের সদস্য আঃ মাজেদ মাস্টার প্রার্থী হিসাবে শোনা যাচ্ছে। তবে বর্তমান চেয়ারম্যান মুহাঃ তৌফিকউজ্জামান তনু বিনা প্রতিদন্ধিতায় চেয়ারম্যান প্রার্থী হওয়ার সম্ভাবনাই বেশী।

৪নং কড়ইবাড়িয়া ইউনিয়নে মনোনয়ন প্রত্যাশী উপজেলা আওয়ামীলীগের সদস্য মোঃ জসিম উদ্দিন মোল্লা, উপজেলা আওয়ামীলীগের সদস্য ও বর্তমান চেয়ারম্যান নূও মোহাম্মাদ মাস্টার, ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কৃষ্ণকান্ত মাঝি। এই মানোনয়ন প্রত্যাশীর মধ্যে স্থানীয় নেতৃবৃন্ধ ও জেলা আওয়ামীলীগের

নেতৃবৃন্ধের বেশীর ভাগই সুপারিশ করেছেন মোঃ জসিম উদ্দিন মোল্লাকে।

৫নং বড়বগী ইউনিয়নে উপজেলা আওয়ামীলীগের সদস্য ও বর্তমান চেয়ারম্যান মোঃ আলমগীর মিঞা আলম মুন্সি, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ আবুল কাশেম হাওলাদার, উপজেলা আওয়ামীলীগের সদস্য মোঃ শাহজাহান টুকু ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি উপজেলা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব হাজী মোঃ আলম কবির মনোনয়ন প্রত্যাশী। এই মানোনয়ন প্রত্যাশীদের মধ্যে স্থানীয় ও জেলা আওয়ামীলীগের বেশীর ভাগ নেতৃবৃন্ধই মতামত দিয়েছেন আলমগীর মিঞা আলম মুন্সির পক্ষে।

৬নং নিশানবাড়িয়া ইউনিয়নে জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ফজলুল হক জোমাদ্দারকে স্থানীয় ইউনিয়ন ও উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্ধ সমর্থন দিলেও জেলা নেতৃবৃন্ধের মতামত ভাল নয় বলে শোনা যাচ্ছে। ঐ ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান দুলাল ফরাজী জেলা নেতৃবৃন্ধ ও স্থানীয় ভোটারদের সমর্থন বেশী রয়েছে বলে জানা গেছে।

এবিএন তরিকুল ইসলাম/জসিম/শংকর রায়

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত