![সোনাগাজীতে মা’ এর বুকনীতে অভিমানে মাদ্রাসা ছাত্রের আত্মহত্যা](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/03/16/547.abnews24_67337.jpg)
সোনাগাজী, ১৬ মার্চ, এবিনিউজ : ফেনীর সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের সুলাখালী গ্রামের দাগনভুঞা বাড়ীর ফকির আহাম্মদের ছেলে মোহাম্মদ আরাফাত(১০) বুধবার রাত সাড়ে আটটার সময় নিজগৃহে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে উপজেলার ছাড়াইতকান্দি হোসাইনিয়া মাদ্রাসার ৫ম শ্রেনীর ছাত্র।
জানা যায়,বুধবার সন্ধ্যায় টিভি দেখার সময় তার মা তাকে পড়ালেখার তাগিদ দেয়। কিন্তু সে টিভি দেখা বন্ধ না করলে তার মা তাকে বকুনী দেয়। এর কিছুক্ষন পর আরাফাত অভিমানে নিজের শয়নকক্ষে গলায় রশি পেছিয়ে আত্মহত্যা করে। টের পেয়ে তার মা তাকে উদ্ধার করে সোনাগাজী হাসপাতালে ভর্তি করালে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।
স্থানীয় চেয়ারম্যান রবিউজ্জামান বাবু জানান,মাদ্রাসা ছাত্র আরাফাত মানষিক রোগী ছিলো। আত্মহত্যার খবর পেয়ে ঘটনা¯’লে গিয়ে শোকার্ত পরিবারের কথা বলেছেন। সোনাগাজী মডেল থানা পুলিশ ঘটনালে উপস্থিত হলে পরিবারের অনুরোধে ময়না তদন্ত ছাড়াই মৃতদেহ দাফন করা হয়।
এবিএন/আবুল হোসেন রিপন/জসিম/শংকর রায়