![খাগড়াছড়িতে ৫ নারী সংগঠনের ঘোষিত কর্মসূচিতে পাহাড়ি ছাত্র পরিষদ সমর্থন](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/03/17/abnews24_67365.jpg)
খাগড়াছড়ি, ১৭ মার্চ এবিনিউজ : খাগড়াছড়ি পার্বত্য জেলায় ৫ নারী সংগঠনের ঘোষিত আগামী ২৯ মার্চ ২০১৭ পার্বত্য চট্টগ্রামের সকল শিক্ষা প্রতিষ্ঠানে কালো ব্যাজ ধারণ ও ১ ঘন্টা ক্লাশ বর্জন কর্মসূচির প্রতি সমর্থন জানিয়েছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি) ও গণতান্ত্রিক যুব ফোরাম(ডিওয়াইএফ)।
উল্লেখ্য, গত বুধবার খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে আয়োজিত অবস্থান ধর্মঘট কর্মসূচি থেকে ৫ নারী সংগঠন
(হিল উইমেন্স ফেডারেশন, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ, নারী আত্মরক্ষা কমিটি, সাজেক নারী সমাজ ও ঘিলাছড়ি নারী নির্যাতন প্রতিরোধ কমিটি) ইতি-তনু’র খুনী ও কল্পনা চাকমা অপহরণকারীদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবিতে ২৯মার্চের উক্ত কর্মসূচি ঘোষণা করে। পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিনয়ন চাকমা ও গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি অংগ্য মারমা গতকাল বৃহস্পতিবার সংবাদ মাধ্যমে প্রদত্ত এক যুক্ত বিবৃতিতে ৫ নারী সংগঠনের ঘোষিত উক্ত কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে বলেন, পার্বত্য চট্টগ্রামসহ সারা দেশে নারী নির্যাতনের ঘটনা দিন দিন বেড়ে চলেছে।
বাংলাদেশের প্রাণ কেন্দ্রে পহেলা বৈশাখ অনুষ্ঠানে নারী শ্লীলতা হানীর ঘটনায় জড়িতদের গ্রেফতার দৃষ্টান্তমূলক কোন শাস্তির ব্যবস্থা করা হয়নি। কুমিল্লা সেনানিবাসে ভিক্টোরিয়া কলেজের মেধাবী ছাত্রী সোহাগী জাহান তনুকে ধর্ষণের পর হত্যার ঘটনা কয়েক দফা তদন্ত হলেও প্রকৃত দোষীরা এখনো ধরা ছোঁয়ার বাইরে থেকে গেছে।বিবৃতিতে নেতৃদ্বয় অভিযোগ করে বলেন, ১৯৯৬ সালের ১২জুন হিল উইমেন্স ফেডারেশন-এর
তৎকালীন সাংগঠনিক সম্পাদক কল্পনা চাকমাকে অপহরণের দীর্ঘ ২০বছরেও চিহ্নিত অপহরণকারী লেফটেন্যান্ট ফেরদৌসগং’কে গ্রেফতার ও আইনী ব্যবস্থা নানিয়ে তদন্তের নামে কাল ক্ষেপন ও নানা টাল বাহানা করে তার বড় ভাই ও পরিবারের সদস্যদের হয়রানি করা হচ্ছে। একই ভাবে সোহাগী জাহান তনু হত্যার সাথে সেনাবাহিনী জড়িত থাকাতে সরকার দোষীদের রক্ষার জন্য বিভিন্ন টাল বাহানা করে চলেছে।বিবৃতিতে তারা বলেন, খাগড়াছড়িতে কলেজ ছাত্রী ইতি চাকমা খুনের ঘটনাও বিচ্ছিন্ন কোন ঘটনা নয়। যার কারণে এই হত্যাকা-ের ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চলছে। তদন্তের নামে কাল ক্ষেপন ও প্রকৃত অপরাধীদের গ্রেফতার না করে ইতির সহপাঠী ও বন্ধুদের জিজ্ঞাসাবাদের নামে নানা হয়রানি করা হচ্ছে।
বিবৃতিতে আগামী ২৯মার্চ ৫ নারী সংগঠনের ঘোষিত পার্বত্য চট্টগ্রামের সকল শিক্ষা প্রতিষ্ঠানে কালোব্যাজ ধারণ ও ১ ঘন্টা ক্লাশ বর্জন কর্মসূচি সফল বাস্তবায়নের জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে। পাহাড়ি ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুনয়ন চাকমা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এবিএন/চাইথোয়াই মারমা/জসিম/অসীম রায়