শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • ইউনিয়ন পরিষদ নির্বাচন : তালতলীতে আওয়ামীলীগের মনোনয়ন সম্পন্ন

ইউনিয়ন পরিষদ নির্বাচন : তালতলীতে আওয়ামীলীগের মনোনয়ন সম্পন্ন

ইউনিয়ন পরিষদ নির্বাচন : তালতলীতে আওয়ামীলীগের মনোনয়ন সম্পন্ন

বরগুনা, ১৭ মার্চ, এবিনিউজ : বরগুনার তালতলী উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন সম্পন্ন করেছে দলটি। দলীয় একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন। তবে যারা দলীয় মনোনয়ন পেয়েছেন তাদের মধ্যে অনেককেই তৃনমূল আওয়ামীলীগ নির্বাচিত করেনি বলে জানা গেছে।

১নং পচাঁকোড়ালিয়া ইউনিয়নে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে উপজেলা আওয়ামীলীগের সদস্য বর্তমান চেয়ারম্যান নজির হোসেন কালু পাটোয়ারীকে। তৃনমুল আওয়ামীলীগের ভোটে নির্বাচিত করা হয়েছিল উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. আ. রাজ্জাক হাওলাদারকে।

২নং ছোটবগী ইউনিয়নে মনোনয়ন দেয়া হয়েছে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বর্তমান চেয়ারম্যান মুহা. তৌফিকউজ্জামান তনু ।

৪নং কড়ইবাড়িয়া ইউনিয়নে মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামীলীগের সদস্য মো. জসিম উদ্দিন মোল্লা।

৫নং বড়বগী ইউনিয়নে উপজেলা আওয়ামীলীগের সদস্য ও বর্তমান চেয়ারম্যান মোঃ আলমগীর মিঞা আলম মুন্সি এবং

৬নং নিশানবাড়িয়া ইউনিয়নে মনোনয়ন পেয়েছেন বর্তমান চেয়ারম্যান মো. দুলাল ফরাজী। এ ইউনিয়নে তৃনমুল আওয়ামীলীগ নির্বাচিত করেছিল জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ফজলুল হক জোমাদ্দারকে।

তবে দলীয় মনোনয়নে প্রার্থীর গ্রহণযোগ্যতাকে বেশ গুরত্ব দেয়া হয়েছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।

এবিএন/তরিকুল ইসলাম/জসিম/স্বপ্না

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত