![জাতীয় শিশু দিবসে হবিগঞ্জে বর্ণাঢ্য র্যালী ও শিশু সমাবেশ অনুষ্ঠিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/03/18/hobigonj@abnews24_67588.jpg)
হবিগঞ্জ, ১৮ মার্চ, এবিনিউজ :গতকাল শুক্রবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে হবিগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন ও জাতীয় শিশু দিবসে বর্ণাঢ্য র্যালী ও শিশু সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসকের কার্যালয় থেকে র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালীতে অংশগ্রহণ করেন সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মো. আবু জাহির, জেলা প্রশাসক সাবিনা আলম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক মো. সফিউল আলম, হবিগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী পাঠান, জেলা পরিষদের সদস্য এডভোকেট সুলতান মাহমুদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম প্রমুখ।
এবিএন/মো. নুরুজ্জামান ভূঁইয়া/জসিম/স্বপ্না