বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • নড়িয়ায় জমি সংক্রান্ত বিরোধের হামলায় ১ জন নিহত:আহত ৪

নড়িয়ায় জমি সংক্রান্ত বিরোধের হামলায় ১ জন নিহত:আহত ৪

নড়িয়ায় জমি সংক্রান্ত বিরোধের হামলায় ১ জন নিহত:আহত ৪

শরীয়তপুর, ১৮ মার্চ, এবিনিউজ : শরীয়তপুরের নড়িয়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় সুজন মালত নামের এক যুবক নিহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নারী-পুরুষসহ আরো ৪জন আহত হয়েছে। আহতদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে হালাকারীরা এলাকা থেকে পালিয়েগেছে। পরিস্থিতি শান্ত রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যার ঘটনায় মামলার মামলার প্রস্তুতি চলছে।

নিহতের চাচা আলী মিয়া মালত, নড়িয়া থানা ও স্থানীয় সূত্রে জানাগেছে, শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার পদ্মার পূর্ব পাড় নওয়াপাড়া ইউনিয়নের আলী মিয়া মালত কান্দি গ্রামের সোবহান মালত, আলী মিয়া মালত ও একই গ্রামের চাচাত ভাই মন্নান মালত এবং প্রতিবেশী আব্দুর রশিদ খার সঙ্গে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। এ নিয়ে কয়েক দফা সালিশ দরবার হয়েছে। গত শুক্রবার সকালে স্থানীয় চেয়ারম্যান রাশেদ আজগর (সোহেল) মুন্সি ও সাবেক চেয়ারম্যান মুন্সি জাকির হোসেনসহ স্থানীয় ১৫/ ২০ জন নওয়াপাড়া বাজারে সালিসের মাধ্যমে দুই পক্ষের মিমাংসার জন্য আগামীকাল রোববার দিন ধার্য্য করে। এর আগেই শুক্রবার রাতে সোবাহান মালতের ছেলে সুজন মালতসহ কয়েকজন বিরোধ নিস্পত্তি বিষয়ে আলীমিয়া মালতের ঘরে বসে আলোচনা করছিল। হঠাৎ রাত ৮টার সময় প্রতিপক্ষ আব্দুর রশিদ খা, মন্নান মালত, রনি, মালত, জনি মালত,রতন মালত ইদ্রিস মালত ও মোস্তফা মালত সহ ১৫/২০জন লোক সোবহান মালতের ভাই আলী মিয়া মালতের ঘরের দরজা ভেঙ্গে অর্তকিতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় বলে অভিযোগ নিহতের চাচা আলী মালতের। এসময় সুজন মালত (৩৫) ছুড়িকাঘাতে মারাত্মক আহত হয়। গুরুতর আহত অবস্থায় সুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধিন অবস্থায় আজ শনিবার ভোর ৬টার সময় সুজন মালত মারা যায়। এসময় হামলা কারীদের আঘাতে আলী মিয়া মালতের স্ত্রী ফজিতুন্নেছা (৫৫), ছেলে বাবুল মালত (৩৪), মেয়ে আলেহা (৩২) ও পুত্রবধূ আসমা (২৫)মারাত্মক আহত হয়। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছ।

নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রাশেদ আজগর (সোহেল) মুন্সি বলেন, সুজনের বাবা সোবহান মালত ও একই গ্রামের পাশ্ববর্তী আব্দুর রশিদ খার সঙ্গে জমি জমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ ঘটনার মিমাংসার জন্য রোববার দিন ধার্য্য করা হয়। এর আগেই গত শুক্রবার রাতে রশিদ খানের পক্ষ সোবহান মালত ও তার ভাই আলী মিয়া মালতের বাড়ীতে হামলা চালায়ি ৪/৫জনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে।

নড়িয়া থানার ভার প্রাপ্ত কর্মকর্তা ইকরাম আলী মিয়া বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় একজন নিহত হয়েছে। নড়িয়া থানা পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লাশের ময়না তদন্ত শেষে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে। এই ঘটনায় এখনো থানায় কোন লিখিত অভিযোগ করা হয়নি। মামলা হওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এবিএন/কাজী নজরুল ইসলাম/জসিম/স্বপ্না

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত