![বানিয়াচংয়ে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/03/18/raninogor@abnews24_67641.jpg)
হবিগঞ্জ, ১৮ মার্চ, এবিনিউজ : হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় মালবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে বাবুল মিয়া (৪০) নামে এক চালক নিহত হয়েছেন।
আজ শনিবার সকালে উপজেলার পুকরা ইউনিয়নের বাঘজোড় গ্রামের নবীগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবুল নরসিংদীর ইটখলা এলাকার বাসিন্দা।বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক জানান, সকালে নবীগঞ্জগামী একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে চালক ঘটনাস্থলেই মারা যায়।
তার মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।
এবিএন/মো. নুরুজ্জামান ভ’ইয়া/জসিম/স্বপ্না