শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

ফেনীতে পৃথক ঘটনায় একদিনে ৪ লাশ

ফেনীতে পৃথক ঘটনায় একদিনে ৪ লাশ

ফেনী , ১৮ মার্চ, এবিনিউজ : ফেনীতে গত শুক্রবার রাত সাড়ে ১২টা থেকে আজ শনিবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত ১১ ঘন্টার ব্যবধানে পৃথক পৃথক ঘটনায় ৪ জন মারা গেছে। তন্মধ্যে সোনাগাজীতে ২ জন ও ফুলগাজীতে ২ জন মারা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান সোনাগাজীতে গতকাল শুক্রবার গভির রাতে পুলিশের গুলিতে আহত মাদক ব্যবসায়ী ফকির আহাম্মদ আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ফেনী সদর হাসপাতালে মারা যান। এছাড়া সোনাগাজীতে বিদ্যুৎপৃষ্ঠে মারা গেছে আরো ১ জন। অপরদিকে জেলার ফুলগাজী সদর ইউনিয়নের বিজয়পুর গ্রামে গত শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে মা-বার সাথে অভিমান করে রিয়াজ উদ্দিন(১৬) এক কিশোর বিষ পান করে আত্মহত্যা করেন। সে ওই গ্রামের জয়নাল আবদীনের ছেলে। অপরদিকে গত শুক্রবার রাত ১টার দিকে উপজেলার আনন্দপুর ইউনিয়নের দক্ষিন আনন্দপুর গ্রামে শামীমা আক্তার শান্তা (২১)নামে ১ সন্তানের জননী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে ওই গ্রামের বেলায়েত হোসেনের স্ত্রী। ফুলগাজী থানার ওসি এম মোর্শেদ ২ জন আত্মহত্যার সত্যতা নিশ্চিত করেছেন। লাশ ৪টি ফেনী সদর হাসপাতালের মর্গে রয়েছ।

এবিএন/মোহাম্মদ ইসমাইল/জসিম/স্বপ্না

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত