![সোনাগাজীতে মাদক উদ্ধার কালে নিহত ১](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/03/18/abnews24_67649.jpg)
ফেনী, ১৮ মার্চ এবিনিউজ : ফেনীর সোনাগাজীতে মাদক উদ্ধার অভিযানে পুলিশের গুলিতে নুরুল আফছার প্রকাশ ফকির আহাম্মদ নামের এক ব্যাক্তি নিহত হয়েছে। পুলিশের দাবী নিহত যুবক মাদক ব্যাবসায়ী। তাকে ও তার অপর দুই ভাইকে বিপুল পরিমান মাদকসহ গ্রেফতারের পর তাদের সহযোগীরা পুলিশের উপর হামলা চালালে ছয় পুলিশ সদস্য আহত হয়। ঘটনাটি শুক্রবার দিবাগত ভোররাতে উপজেলার সদর ইউপির ছাড়াইতকান্দি গ্রামের ধামাকা পাঠান বাড়ীতে ঘটে।সোনাগাজী মডেল থানার ওসি হুমায়ুন কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনার সময় পুলিশের একটি দল মাদক সম্রাট নুরুল আফছার কে গ্রেফতার করতে তার বাড়ীতে অভিযান চালায়।
এসময় পুলিশ তার বসতঘর তল্লাশী চালিয়ে ১০ কেজি গাঁজা, ৮০২ পিস ইয়াবা, ১০২ পুরিয়া হেরোইন, মাদক সংশ্লিষ্ট সরঞ্জমাদি ও মাদক বিক্রির পাঁছ হাজার টাকা উদ্ধার করে এবং নুরুল আফছার (৪০) সালাউদ্দিন (২২), মাইন উদ্দিন (৩৭) তিন ভাইকে গ্রেফতার করে। তিনি আরও জানান, গ্রেফতারকৃত তিন ভাই ও উদ্ধারকৃত মাদক নিয়ে পুলিশ থানায় ফেরত আসার সময় তাদের সহযোগীরা পুলিশের উপর হামলা করে। তাদের হামলায় অভিযানে অংশ নেওয়া এএসআই জহির উদ্দিন, কামরুল ইসলাম, মোহাম্মদ সোহাগ ও কনষ্টেবল নুর মোহাম্মদসহ ৬ পুলিশ সদস্য আহত হয়।পুলিশ আত্মরক্ষার্থে পাঁছ রাউন্ড রাবার কার্তুজ গুলি ব্যাবহার করলে নুরুল আফচার গুলিবিদ্ধ হয়।
গুলিবিদ্ধ নুরুল আফচার কে চিকিৎসার জন্য প্রথমে সোনাগাজী হাসপাতাল ও পরে ফেনী হাসপাতালে ভর্তি করালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে মৃত্যুবরন করে। আহত পুলিশ সদস্যরা সোনাগাজী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।সোনাগাজী মডেল থানা পুলিশ নিহত ও গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে এবং পুলিশের উপর হামলার অভিযোগে দুইটি মামলা দায়ের করেছে।
এবিএন/মোহাম্মদ ইসমাইল/জসিম/অসীম রায়