শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

নড়াইলে দুই মাদক ব্যবসায়ী আটক

নড়াইলে দুই মাদক ব্যবসায়ী আটক

নড়াইল, ১৮ মার্চ, এবিনিউজ : নড়াইলে ২৫০ গ্রাম গাঁজা, ৪০ পিচ ইয়াবা ও ১৫ বোতল ফেসনিডিল সহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নড়াইল ডিবি পুলিশ। আজ বিকালে নড়াইল সদর উপজেলার হাওয়াখালী ব্রিজের নিকট থেকে মোঃ মিন্টু মোল্লা (৩০) কে ৪০ পিচ ইয়াবাসহ আটক করেছে পুলিশ।

পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ওসি ডিবি আশিকুর রহমানের নেতৃত্বে ডিবিপুলিশের একটি চৌকশ টিম তাকে আটক করে।

অপরদিকে দুপুরে অপর একটি অভিযানে ১৫ বোতল ফেনসিডিল ও ২৫০ গ্রাম গাঁজাসহ এক মাদকব্যবসায়ীকে আটক করে ডিবি পুলিশের একটি টিম। আটককৃত মাদকব্যবসায়ীর নাম নওয়াব (৫০)। সে চাঁচড়া গ্রামের মৃত গোলাম মোল্লার ছেলে।

ডিবি ওসি আশিকুর রহমানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকশ টিম তাকে হাতে নাতে আটক করে। এ ব্যাপারে ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে মাদকসহ হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। আমাদের এ অভিযান নড়াইল মাদক মুক্ত না হওয়া পর্যন্ত অব্যহত থাকবে।

এবিএন/জাহাঙ্গীর শেখ/জসিম/মমিন

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত