![মাদারীপুরে উপজেলা পরিষদে প্রশাসনিক ভবন উদ্বোধন ও সুধি সমাবেশ](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/03/18/sam@abnews24_67685.jpg)
মাদারীপুর, ১৮ মার্চ, এবিনিউজ : মাদারীপুর জেলার সদর উপজেলা পরিষদের চত্ত্বর এলাকায় উন্নয়ন প্রকল্পের আওতায়। আজ শনিবার বিকেল পাচটায় মাদারীপুর সদর উপজেলার প্রশাসনিক নতুন ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়। পরে জেলা সদর জামে মসজিদ মাঠে মাদারীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খানের সভাপতিত্বে এক সুধী সমাবেশের অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন এমপি, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় নৌপরিবহন মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর কারকিনি-৩ আসনের সংসদ আ ফ ম বাহাউদ্দিন নামি, মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য রোকসানা ইয়াসমিন সুইটি, স্থানীয় সরকার বিভাগের প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারী, মাদারীপুর জেলা প্রশাসক মো. কামাল উদ্দিন বিশ^াস, মাদারীপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন, প্রকল্প পরিচালক মজিবুর রহমান খান,মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদ, মাদারীপুর স্থানীয় সরকার বিভাগের নির্বাহী প্রকৌশলী মলয় কুমার চক্রবতী, সদর উপজেলা নির্বাহী অফিসার শফিউর রহমান, উপজেলা প্রকৌশলী মামুন বিশ্বাস সহ প্রমুখ।
প্রধান অতিথির বক্তবে এলজিইআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেন, জঙ্গী সমর্থন শুধুমাত্র যারা লালন পালন করে তারাই করতে পারে। আমরা জঙ্গীবাদেও বিরুদ্ধে জিহাদ ঘোষনা করছি আর তাতেই বিএনপির গাত্রদাহ শুরু হইছে। এতেই প্রমান করে বিএনপি জঙ্গীবাদের হোতা তারাই জঙ্গীদের লালন পালন করে।
এবিএন/সাব্বির হোসাইন আজিজ/জসিম/স্বপ্না