শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • আমতলীতে মাদরাসা ছাত্রী নিখোঁজ : দেড় মাসেও সন্ধান মিলেনি

আমতলীতে মাদরাসা ছাত্রী নিখোঁজ : দেড় মাসেও সন্ধান মিলেনি

আমতলীতে মাদরাসা ছাত্রী নিখোঁজ : দেড় মাসেও সন্ধান মিলেনি

বরগুনা, ১৯ মার্চ, এবিনিউজ : বরগুনার আমতলী উপজেলার পশ্চিম চিলা আমিনিয়া ফাজিল মাদরাসার ৯ম শেণির ছাত্রী মনিরা আকতার (১৪) দেড় মাস ধরে নিখোঁজ রয়েছে। মনিরা মাদরাসা থেকে ওর মামা বাড়ী যান। সেখান থেকে বাড়ী রওয়ানা দিয়ে আসলেও আর বাড়ী ফেরেনি। মনিরা আমতলী ইউনিয়নের ভায়লা বুনিয়া গ্রামের পাশা প্যাদার প্রথম কন্যা। মনিরার বাবা পাশা প্যাদা জানান, জীবিকার তাগিদে স্ত্রী চম্পা বেগমকে নিয়া ঢাকায় শ্রমিকের কাজ করতে যায়। সেখানে একই গ্রামের বন্ধু ইউসুফ হাওলাদার তার ঢাকার বাসায় থেকে শ্রমিকের কাজ করত। এ সময় ঐ বন্ধু ইউসিুফের পরকিয়ায় জড়িয়ে পরে স্ত্রী চস্পা বেগম। দিন মজুরের কাজ করে যোগাড় করা টাকা, সাথে থাকা স্বর্নালংকার ও ৬ বছরের শিশু কন্যা মনিরাকে নিয়ে বন্ধু ইউসুফের হাত ধরে উধাও হয় চম্পা। ১ বছর পরে আমার ঠিকানায় তালাক নামা পাঠিয়ে দেয়। পরবর্তীতে আমি কন্যা মনিরাকে আনতে চাইলেও আমাকে না দিয়ে ঐ চাম্পার সংসারেই বড় হতে থাকে এবং মনিরা পশ্চিম চিলা আমিনিয়া ফাজিল মাদরাসায় ৯ম শেণির নিয়মিত ছাত্রী। মনিরার মা চাম্পা বেগম জানান, সে ইউসুফ হাওলাদারের সাথে বিয়ে বসার পর থেকে মনিরা তার কাছেই থাকতো। হঠাৎ ফেব্রুয়ারী মাসের প্রথম দিকে মাদরাসায় গিয়েছিল। মাদরাসা থেকে ওর মামা বাড়ী যান। সেখান থেকে বাড়ী রওয়ানা দিয়ে আসলেও আর বাড়ী ফেরেনি। আমরা অনেক খোজাখুজি করেছি ও এখনও করি। মনিরাকে না পেয়ে থানায় সাধারন ডাইরী করা হয়েছে। আমতলী থানার ওসি মো. শহীদুল্লাহ জানান, এ সংক্রান্ত ব্যাপারে থানায় কোন ডাইরী করা হয়নি। মনিরার মায়ের পক্ষ থেকেও কোন প্রকার অবহিত করাননি।

এবিএন/তরিকুল ইসলাম/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত