শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

মাদারীপুরে ইউপি সদস্য ইয়াবাসহ গ্রেপ্তার

মাদারীপুরে ইউপি সদস্য ইয়াবাসহ গ্রেপ্তার

মাদারীপুর, ১৯ মার্চ, এবিনিউজ : মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর বড়বাড্ডা এলাকা থেকে গতকাল শনিবার সকালে মাদারীপুর জেলা গোয়েন্দা শাখার ডিবি পুলিশের এস আই এর নেতত্বে ডিবি পুলিশের সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে চ্যালেঞ্জ করে (বাদলের নিজ বাড়ীতে) তল্লাশি চালিয়ে ইয়াবা সহ তাকে গ্রেপ্তার করে। তিনি মৃত ওহাব মাতুব্বরের ছেলে ও মস্তফাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বর্তমান সাধারন সদস্য (মেম্বার) আনোয়ার হোসেন বাদল(৩৭)। গ্রেপ্তারের পর তাকে ডিবি কার্যালয় এনে জিঞ্জাসাবাদ করে।

স্থানীয় সুত্রে জানাযায়, বাদল একজন জনপ্রতিনিধি এবং জনসেবায় নিয়োজিত থেকে মাদক ব্যবসা করে যুবসমাজ ধংস করছে।

তবে ঘটনার ব্যাপারে মস্তফাপুর ইউনিয়নের চেয়ারম্যান কুদ্দুস মল্লিকের নিকট জানতে চাইলে সে বলে মাদকসহ আটক হয়েছে আমি অবগত। অপরাধী যেইহোক না কেন যথাযত স্বাস্তি দাবি করি।

এ ব্যাপারে মাদারীপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ শুকদেব সত্যতা স্বীকার বলেন, মাদারীপুর জেলাকে মাদক মুক্ত না করা পর্যন্ত ডিবি পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে। এস আই রাজিব হোসেন যানান, জিঞ্জাসাবাদে আটককৃত আসামী আনোয়ার হোসেন বাদল(৩৭) নিজে উক্ত মাদক ব্যবসায়ের সাথে জড়িত বলে স্বীকার করে। এ ঘটনায় মাদারীপুর সদর মডেল থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। সদর থানা মামলা নং-২৮। একই দিনে পৃথক অভিযান চালিয়ে রিপন সরদারকে (২৮) ইয়াবা সহ গ্রেপ্তার করা হয়। এবং সদর থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়। মামলা নং ২৯।

এবিএন/সাব্বির হোসাইন আজিজ/জসিম/ফরিদুজ্জামান

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত