![২০২৮ সালের মধ্যে পদ্মা ব্রীজ দিয়ে দক্ষিণাঞ্চলে যাওয়া যাবে,
বাণিজ্য মন্ত্রী তোফায়েল](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/03/19/abnews24_67864.jpg)
মুন্সীগঞ্জ,১৯ মার্চ এবিনিউজ : পদ্মার সেতু দৃশ্যমান হয়েছে। ২০২৮ সালের মধ্যে পদ্মা ব্রীজ দিয়ে আমরা দক্ষিণাঞ্চলে যাব ইনশাআল্লাহ। অনেক উন্নয়ন হয়েছে মুন্সিগঞ্জে। ডা. ইউনুছ এর বাঁধায় কিছুই হয় নাই। শেখ হাসিনার গৃহীত পদক্ষেপের কারণে আজ পদ্মা সেতু হয়েছে। জাতির জনক যেমন লক্ষ নির্ধারণ করে রাজনীতি করতেন সেই রকমই লক্ষ নির্ধারণ করে রাজনীতি করে চলেছেন তার কন্যা শেখ হাসিনা। গভীর সমুদ্র বন্দর, মান্দ্রা, বিদ্যুৎ কেন্দ্রসহ অসুম্পূর্ণ সকল কাজ মেট্রো রেল সেখানে হবে ব্রীজ, সেই ব্রীজ দিয়ে পার হবে আশ্রাফ। খুব দ্রুত শ্রীনগর ও লৌহজংয়ের সুন্দর সড়কের কারণে ঢাকা থেকে বিকাল ৪টার মধ্যে মুন্সিগঞ্জে পৌছে গেলাম সেটাই হলো শেখ হাসিনার উন্নয়ন।
আগামী নির্বাচনে বঙ্গবন্ধুর কন্যা যার হাতে নৌকা দিবেন তাকে আপনারা বিজয়ী করবেন কিনা তার প্রতিশ্রুত নেন অনুষ্ঠানে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ আজ রবিবার বিকাল ৪ টার দিকে মুন্সিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনের সড়কে গণ-সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে এ সব কথা বলেন। প্রধান অতিথি আরো বলেন, আজকে আমাদের দেশের রফতানী ৩৬ মিলিয়ন ডলার। আমাদের রিজার্ভ ৩২ মিলিয়ন ডলার, রেমিট্যান্স ১৫ মিলিয়ন ডলার আমাদের বিদ্যুৎ উৎপাদন সাড়ে ১৫ হাজার মেগাওয়াট যা কোন সরকার করতে পারে নাই। এটা বাংলাদেশে সম্ভব হয়েছে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার কারনে। বঙ্গবন্ধু এদেশের মানুষকে দিয়েছেন স্বাধীন দেশ।
বাংলাদেশকে সোনার বাংলায় পরিণত করা। প্রধান মন্ত্রী শেখ হাসিনা দুটি লক্ষ নির্ধারণ করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তার মধ্যে একটি হলো ডিজিটাল বাংলাদেশ যা ইতোমধ্যে বাংলাদেশে সফলতা অর্জন করেছে। শেখ হাসিনার দ্বিতীয় লক্ষ হলো মধ্যম আয়ের দেশে বাংলাদেশকে পরিণত করা।মহান নেতাকে হত্যা করে বাংলাদেশকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। বঙ্গবন্ধুর অসাপ্ত কাজ হাতে নিয়ে বাংলাদেশকে একটি সোনার বাংলায় রুপান্তর করার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তিনি। উপস্থিত সকলকে উদ্দেশ্য করে প্রধান অতিথি বলেন, নির্বাচন কমিশন নির্বাচনের তারিখ দিবে সেই নির্বাচনে আওয়ামীলীগকে আপনারা বিজয়ী করবেন।
২১ সালকে আপনাদের সামনে রাখতে হবে। মুন্সিগঞ্জ জেলা পরিষদের নির্বাচনে বিনা প্রতিদ্বন্ধিতায় পুন:নির্বাচিত চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিনকে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে গণ-সংবর্ধনা দেয়া হয়। জেলা আওয়ামী লীগের সধারণ সম্পাদক আলহাজ্ব শেখ মো. লুৎফর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এড. মৃণাল কান্তি দাস, মুন্সিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি, মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ, মুন্সিগঞ্জ সংরক্ষিত মহিলা আসানে সংসদ সদস্য ফজিলাতুন্নেছা ইন্দিরা, মুন্সিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কমান্ডার আনিছউজ্জামান আনিছ, আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও গণসংবর্ধনা প্রস্তুতি কমিটির সদস্য সচিব এড. সোহানা তাহমিনা, পৌর মেয়র ফয়সাল বিপ্লব, জেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মৃধা। মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের উদ্দ্যোগে এই গণ-সংবর্ধনায় কর্মীদের উপস্থিতি তুলনামূলকভাবে খুবই কম হয়েছে বলে মন্তব্য করেছেন উপস্থিত কর্মীরা।
এবিএন/আতিকুর রহমান টিপু/জসিম/অসীম রায়