
হবিগঞ্জ, ২০ মার্চ, এবিনিউজ : জেলার মাধবপুরে একটি পুকুর খনন করতে গিয়ে মটারশেল গোলা পেয়েছে শ্রমিকরা। রবিবার দুপুরে উপজেলার বহরা ইউনিয়নের রাজনগর গ্রামের একটি পুকুর থেকে মটারশেলটি উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাজনগর গ্রামের রহিছ মিয়ার একটি পুকুর খনন করার সময় খনন কাজে নিয়োজিত শ্রমিকরা মাটি কাটার সময় মটারশেলটি দেখতে পান। তখন স্থানীয় লোকজন ৫৫ বিজিবি'র মনতলা সীমান্ত ফাঁড়িতে খবর দিলে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে এসে মটারশেলটি উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যায়।
৫৫ বিজিবি'র ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর খালেদ মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মটারশেলটি পুরাতন এবং জং ধরা। হয়ত মুক্তিযুদ্ধের সময় এটি কোনো কারণে এখানে পড়েছিল।’
এবিএন/জনি/জসিম/জেডি