![নোয়াখালীতে উদ্ধার কষ্টি পাথরের মূর্তি: মূল্য ৭০০ কোটি টাকা!](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/03/20/kosthi-pathor.abnews24_67895.jpg)
নোয়াখালী, ২০ মার্চ, এবিনিউজ : নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার জয়াগ ইউনিয়নের ভাওরকোর্ট গ্রামের গানি বাড়ির বাচ্চারা মাটি কাটার সময় ৩টি কষ্টি পাথরের মূর্তির সন্ধান পায় বাড়ির বাসিন্দারা। মাটি খুঁড়ে প্রায় ৬ ফুট লম্বা ২০ মন ওজনের একটি মানুষ সাদৃশ্য অদ্ভুত মূর্তিসহ ছোট আরো ২টি মূর্তিসাদৃশ্য বস্তু উদ্ধার করা হয়। পরে খবর পেয়ে সোনাইমুড়ি থানা পুলিশ গত মঙ্গলবার রাত ১১টার দিকে মুর্তি’টি থানায় নিয়ে আসে।
জানা যায়, বাড়িটা ব্রিটিশ আমলে হিন্দু বাড়ি ছিল। কোন এক সময় হিন্দুরা মূর্তিটি মাটির নিচে পুতে রাখে এবং অন্যত্র চলে যায়। অনুমান করা হচ্ছে মূর্তিটির মূল্য ৭০০ কোটি টাকার বেশি হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৪ মার্চ মঙ্গলবার বিকেলে জয়াগ ইউনিয়নের ভাওরকোর্ট গ্রামের রহিম মুন্সির বাড়ীতে মাটি খুড়ে খেলা করার সময় মাটির নিচে একটি শক্ত বস্তু দেখতে পায় ওই বাড়ীর ক শিশুরা। পরে তার বিষয়টি বড়দের জানালে তারা মাটি খুঁড়ে একটি মুর্তিদেখতে পায়। এরপর তারা বিষয়টি স্থানীয় জন প্রতিনিধিকে জানালে তারা থানায় খবর দেয়। পরে রাতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মুর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সোনাইমুড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) টমাস বড়ুয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মুর্তি’টি কষ্টি পাথরের কিনা তা পরীক্ষা করার পর জানা যাবে।
এবিএন/শংকর রায়/জসিম