
হবিগঞ্জ, ২০ মার্চ, এবিনিউজ : হবিগঞ্জ শহরের টাউন হল রোডস্থ সেন্ট্রাল ও প্যানাসিয়া প্রাইভেট হাসপাতালকে ৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার দুপুর ১টার দিকে হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম আজহারুল ইসলাম ও ভূমি কর্মকর্তা বিজন কমার সিংহ-এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. নির্জর ভট্টাচার্য্য উপস্থিত ছিলেন।
বিভিন্ন অনিয়মের অভিযোগে সেন্ট্রাল হাসপাতালকে ৫ হাজার টাকা ও প্যানাসিয়া হাসপাতালকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় সদর মডেল থানার এসআই অরূপ কুমারসহ একদল পুলিশ উপস্থিত ছিলেন।
এবিএন/মো. নুরুজ্জামান ভূঁইয়া/জসিম/স্বপ্না