![ফেনীতে ছিনতাইকারীকে গণধোলাই](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/03/21/feni-chintaikari@abnews_68084.jpg)
ফেনী, ২১ মার্চ , এবিনিউজ : ফেনীতে এক গৃহবধূর স্বর্ণের চেইন ছিনতাইকালে সাখাওয়াত (৪০) নামে এক ছিনতাইকারীকে আটক করে গণধোলাই দিয়েছে জনতা। গতকাল সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে শহরের শিশু নিকেতনের পাশে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় গতকাল বিকাল ৫টার দিকে ফেনীর মোহাম্মদ আলীর আশফালিয়া গ্রামের গৃহবধূ সালমা তার বন্ধককৃত স্বর্ণ ছাড়ানোর জন্যে ফেনী শহরের খাজা আহম্মদ সড়কের গিন্নী হাউজ যান। বন্ধকি স্বর্ণটি নিয়ে দোকান থেকে বের হওয়ার পর সাখাওয়াত নামের যুবকটি তার পিছু নেন। কিছুদূর যাওয়ার পর যুবকটি ওই মহিলাকে নাস্তা করার জন্যে হোটেলে যেতে বলেন। মহিলাটি তার কথা না শুনে হাঁটতে থাকেন। এরপর যুবকটি মোবাইলে তার সহযোগীদের আসতে বললে মহিলাটি কৌশলে শিশু নিকেতন মার্কেটের জামাল ব্রেডে গিয়ে তার ভাইকে ফোন দেন। এর কিছুক্ষণ পর জামাল ব্রেড থেকে বের হলে যুবক সাখাওয়াত মহিলার গলার স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টা করলে মহিলার ভাই রাজু ও স্থানীয় জনতা তাকে আটক করে গণধোলাই দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার পূর্বেই সে জনতার হাত থেকে কৌশলে পালিয়ে যান। ফেনী মডেল থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পুলিশ পাঠান। পুলিশ পৌঁছার পূর্বেই ছিনতাইকারীটি জনতার হাত থেকে পালিয়ে যান বলেও তিনি জানান।
এবিএন/মোহাম্মদ ইসমাইল/জসিম/নির্ঝর