শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • সামাজিক আন্দোলনের মাধ্যমেই মাদক নিমূল করা সম্ভব

সামাজিক আন্দোলনের মাধ্যমেই মাদক নিমূল করা সম্ভব

সামাজিক আন্দোলনের মাধ্যমেই  মাদক নিমূল করা সম্ভব

মুন্সীগঞ্জ, ২১ মার্চ, এবিনিউজ : মুন্সীগঞ্জে ৭ মাসের চাকুরির সময়ে প্রায় ৮হাজার মাদক সেবী ও এর সাথে জড়িতদের গ্রেফতার করেছি। কিন্তু তাদের অনেকেই ছাড়া পেয়েছে, শাস্তি হয়েছে এবং বিচারাধীন রয়েছে। কিন্তু আমরা যদি সামাজিক আন্দোলনের মাধ্যমে এ সমস্যার সমাধানে এগিয়ে আসি তাহলেই আমরা স্বার্থক হবে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মুন্সীগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম এর সম্মেলন কক্ষে এ মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মতবিনিয় সভায় মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার উপস্থিত সকল সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। আগামী ২৯ তারিখে মুন্সীগঞ্জে মাদক বিরোধী কর্মসূচি বাস্তয়নের লক্ষ্যে আমি আপনাদের সহযোগিতা কামনা করেন। এ অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রীসহ বিভিন্ন কণ্ঠ শিল্পীরাও আগমন করার কথা জানান তিনি।

মতবিনিময় সভায় মাদক বিরোধী সংগঠনের প্রস্তাব আসলে পুলিশ সুপার বলেন, অবশ্যই আমরা ভাল কাজের সাথে আছি। আপনারা স্বচ্ছভাবে এ সংগঠন গড়ে তুলুন প্রয়োজন হলে আমি নিজেই তার উদ্বোধন করব এবং আপনাদের পাশে থাকব।

পুলিশ সুপার সাংবাদিকদের সহযোগীতা কামনা করে বলেন, যারা মাদক সেবনকারী ও বিক্রেতা তাদের তালিকা দেন তাদেরকে যেন আমরা সংশোধনের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারি।

এবিএন/আতিকুর রহমান/মমিন/জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত