মুন্সিগঞ্জ, ২২ মার্চ, এবিনিউজ : বিশ্ব পানি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মুন্সিগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এর সহযোগিতায় বুধবার সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গন থেকে এক র্যালী বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
র্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ হারুন-অর-রশীদ (সার্বিক, শিক্ষা ও আইসিটি) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক সায়লা ফারজানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাপাউবো (বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড) এর নির্বাহী প্রকৌশলী মোঃ আ: আ্উয়াল মিয়া, বাপাউবো এর উপ-বিভাগীয় প্রকৌশলী, মুন্সিগঞ্জ মোঃ এ জেড এম রিদওয়ান, বাপাউবো মুন্সিগঞ্জ উপসহকারী প্রকৌশলী সুব্রত দাস ও বাপাউবো মুন্সিগঞ্জ ক্যাম্প সুপার ভাইজার মোঃ মেহেদী হাসান। র্যালী ও আলোচনা সভায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ও গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পানিতে বর্জ ফেলা নিয়ে একটি প্রামাণ্যচিত্র তুলে ধরেন। যেখানে শিক্ষার্থীরা ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ তা উপভোগ করেন। প্রামান্য চিত্রে বিভিন্ন শিল্প কলাকারখানা ও যানবাহন বর্জ ফেলে পানি কিভাবে দুষিত হয় এবং বিশুদ্ধ পানির গুরুত্ব তুলে ধরে এ প্রামান্য চিত্রটি উপস্থাপন করা হয়। আলোচনা সভায় বক্তারা বিশুদ্ধ পানির গুরুত্ব ও পানি কিভাবে দুষণমুক্ত করা যায় তার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করে বক্তব্য প্রধান করেন।
এবিএন/আতিকুর রহমান টিপু/জসিম/ইমরান