![সোনাগাজীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/03/22/sonagazi@abnews24_68393.jpg)
সোনাগাজী, ২২ মার্চ, এবিনউজ : আউশ প্রনোদনার অংশ হিসেবে সোনাগাজী উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। আজ বুধবার সকালে সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিনহাজুর রহমান আউশ প্রণোদনা কর্মসূচীর উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, এএসপি (সার্কেল) জুনায়েদ কাওসার, সোনাগাজী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক হিরন, মহিলা ভাইস চেয়ারম্যান জোবেদা নাহার মিলি, উপজেলা যুব উন্নয়ন অফিসার বেলায়েত হোসেন, কাউন্সিলর আইয়ুব আলী খান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: শরিফুল ইসলাম।
অনুষ্ঠানে ৯৭৫ জন কৃষককে উফশী আউশ ও ৩৫৫ জন কৃষকের মাঝে বিনামূল্যে, নেরিকা আউশ বীজ, সার ও নগদ অর্থ বিতরণ করা হয়।
এবিএন/আবুল হোসেন রিপন/জসিম/স্বপ্না