![মুন্সীগঞ্জ মাজারে অভিনব জঙ্গি নাটক, মাজার ভাংচুর আহত ৬](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/03/23/monshigonj-majhar@abnews_68461.jpg)
মুন্সিগঞ্জ, ২৩ মার্চ , এবিনিউজ : মুন্সীগঞ্জ শহরের উপকন্ঠ মুক্তারপুর ব্রীজ সংলগ্ন মুশুরী খোলা মাজারে জঙ্গি নাটকে ব্যাপক ভাংচুরের ঘটনা ঘটেছে। এতে মাজারে থাকা লোকজন সহ আহত হয়েছেন ৬ জন। গতকাল বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে মাজারে এ ঘটনা ঘটে। অপরদিকে দীর্ঘদিন ধরে মাজার ও মসজিদের পশ্চিম পাশ দিয়ে একটি সড়ক রয়েছে। সে সড়কটি মাজার কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে আটকিয়ে রেখেছিলেন। এই নাটকের মধ্যে দিয়ে সেই সড়কটিও ভাংচুরের নাটকের মধ্যে দিয়ে উম্মুক্ত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। বিশ্বস্তসূত্রে জানা যায়, পূর্বে কয়েকদফা পশ্চিম পাশের সড়কটি উম্মুক্ত করে দেওয়ার জন্য দরবার হলেও কোন কাজে আসেনি। আহতরা হলেন, এড. হাবিবুর রহমান (৫০) ইমন (২০) আব্দুল মালেক (২০) মিরাজ (২২) মহিউদ্দিন (৩০) মো. সোহেল (৩৪)। আহত ইমন হোসেন জানায়, মাজারের মধ্য কিছু লোক প্রবেশ করছিল আমারা বাধা প্রধান করি। তারা আমাদের বাধা অতিক্রম করে মাজারে প্রবেশ করছিল। এক প্রর্যায়ে হট্টগোল শুরু করে। আমাদের কে জঙ্গি বলে মারতে শুরু করে। পরে আমারা ও তা প্রতিরোধ করি। এমতাবস্থায় তারা আরো লোকজন ডেকে নিয়ে আসে এবং লাঠি সোটা নিয়ে হামলা করে মাজারের ফ্রিজ, ৯টি সিসি ক্যামেরা,জানালার কাচঁ,ঘরের আসভাবপত্র ভাংচুর করে। পরে তারা আসাদের ৪জন লোককে মারধর করে। স্থানীয় আহত লোক মো. সোহেল জানায়,আমরা মসজিদের বাথরুমে যায়। মসজিদে প্রবেশ করতেই দেখা যায় মাজারের লোকজন মাদক দ্রব্য খাচ্ছে। আমি জিজ্ঞেস করি মাজারে কে থাকনে। তারা বলেন মাজারে হুজুর থাকে। তাই আমি বলি হুজুরের সাথে আমি কথা বলবো বলে জানায়। তারা আমাকে অ-পবিত্র বলে ধিক্কার দেয়। তখন দেখা যায় কুকুর মাজারে গোড়াগুরি করছে। এ কথা বলতেই আমাকে মারধর শুরু করে। মুন্সীগঞ্জ সদর থানার ইন্সপেক্টর তদন্ত মো. মফিজুর রহমান জানায়, মাজারের ভিতরে মাজারের কিছু লোক হুক্কা খাচ্ছিল। স্থানীয় কিছু লোকদের সাথে কথাকাটা কাটির এক প্রর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে এবং মাজারে কিছু ভাংচুরের ঘটনা ঘটে। এটা কোন জঙ্গি তৎপরাতার কোন বিষয় না। জঙ্গির কোন আলামত ও পাওয়া যায়নি, তবে ২টি ইয়ারগান ও কিছু খেলানা পিস্তল পাওয়া গেছে। এ ঘটনায় মাজারে থাকা ৪ জান ও স্থানীয় লোক সোহেলকে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করা হয়েছে।
এবিএন/আতিকুর রহমার টিপু/জসিম/নির্ঝর