![ফেনীর অসম্পূর্ণ কাজ শেষ করব:নিজাম হাজারী এমপি](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/03/23/feni-mp@abnews24_68604.jpg)
ফেনী , ২৩ মার্চ, এবিনিউজ : ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন হাজারী বলেছেন, আমি আগামী দুই বছর এমপি থাকব। এই সময়ের মধ্যে ফেনীর অসম্পূর্ণ সকল উন্নয়ন কাজ শেষ করবো। তিনি বলেন বেগম খালেদা জিয়া শুধু ফেনীতে নয়, বগুড়াতেও কোন উন্নয় করেননি। তার ছেলে মালয়েশিয়ায় ২৫ হাজার কোটি টাকা প্রাচার করেছে। তিনি আজ বৃহস্পতিবার বিকালে ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি ফেনী জেলা আয়োজিত ফেনী জেলা শাখার নব নির্বাচিত ইউনিয়ন প্রতিনিধিদের পরিচিতি সভা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বাংলাদেশ প্রথমিক শিক্ষক সমিতি ফেনী জেলা শাখার সভাপতি কাজী ওয়াজী উল্যাহ এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা আওয়ামীলীগের সসভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রহমান, ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল,ফুলগাজী উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল আলীম, সোনাগাজী পৌরসভার মেয়র রফিকুল ইসলাম খোকন, ফেনী মডেল থানার ওসি রাশেদ খান চৌধুরী, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির ফেনী জেলা সাধারন সম্পাদক গিয়াস উদ্দিন, যুগ্ন সাধারন সম্পাদক
হাবিবুর রহমান, সোনাগাজীর সাধারন সম্পাদক সুনিল চন্দ্র রায়, ছাগলনাইযার সাধারন সম্পাদক জাকির
হোসেন প্রমুখ।
এবিএন/মোহাম্মদ ইসমাইল/জসিম/স্বপ্না