শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • মুন্সীগঞ্জে পেপার মিলসে ভয়াবহ অগ্নিকান্ড :আহত ৪

মুন্সীগঞ্জে পেপার মিলসে ভয়াবহ অগ্নিকান্ড :আহত ৪

মুন্সীগঞ্জে পেপার মিলসে ভয়াবহ অগ্নিকান্ড :আহত ৪

মুন্সীগঞ্জ, ২৩ মার্চ, এবিনিউজ : মুন্সিগঞ্জের গজারিয়ার বালুয়াকান্দি এলাকায় একটি পেপার কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।আজ বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে মুন্সিগঞ্জের গজারিয়ার ঢাকা-চট্রগ্রাম বালুয়াকান্দি এলাকায় মহা সড়কের পাশে অবস্থিত আকিজ গ্রুপের আফিল পেপার এর কারখানায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুন নিভাতে গিয়ে এক ফায়ার সার্ভিস কর্মীসহ ৪জন আহত হয়েছেন। অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ সঠিকভাবে নিরূপণ করা না গেলেও কয়েক কোটি টাকা ক্ষতির আশংকা করছে কর্তৃপক্ষ।

গজারিয়া থানার ওসি হেদায়েতুল ইসলাম ভূইয়া জানান, আগুন নিয়ন্ত্রনে আনার জন্য ফায়ার সার্ভিস এর ঢাকা,নারায়নগঞ্জ ও কুমিল্লার মোট ৬ টি ইউনিট কাজ করেছে । তিনি আরো জানান, দুপুর ৩ টা পযর্ন্ত আগুন নিয়ন্ত্রনে আনার জন্য ফায়ার সার্ভিস ও গজারিয়া থানা পুলিশ নিরলসভাবে কাজ করে আগুন নিয়ন্ত্রনে আনে। আগুন নিভাতে গিয়ে ডেমরা ফায়ার সার্ভিসের কর্মী পারভেজ (৩৪) ও অজ্ঞাতনামা তিনজন আহত হয়। আহতদের উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়েছে। কিভাবে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে তা সস্পর্কে কারখানার ব্যাবস্থাপক (প্রশাসন)সুদীপ্ত চাকমা জানান,মাস্টার মটর রুম থেকে এটির সূত্রপাত হতে পারে।

মো. ফরিদুল হাসান ফরিদ, মুন্সিগঞ্জ। দাউদকান্দি ফায়ারস্টেশান লিডার আ. মান্নান বলেন,আগুনের তীব্রতা এতটা ভযাভহ ছিল যে তা নিয়ন্ত্রনে বেশ বেগ পেতে হয়েছে।

এবিএন/আতিকুর রহমান টিপু/জসিম/স্বপ্না

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত