
গোপালগঞ্জ, ২৪ মার্চ, এবিনিউজ : বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে গোপালগঞ্জ সদর উপজেলায় ১৩টি দোকান পুড়ে গেছে। শুক্রবার ভোর ৪টার দিকে বোলতলি বাজারে এ দুর্ঘটনা ঘটে।
বোলতলি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুকান্ত বিশ্বাস বলেন, ভোরের দিকে বাজারের রনি দাড়িয়ার মুদির দোকানে হঠাৎ আগুন দেখতে পায় স্থানীয়রা। আগুনে রনির দোকানটি সম্পূর্ণ পুড়ে গেছে।
এছাড়া সেলুন, ওষুধ, চা ও মুরগিসহ আরও ১২টি দোকান আংশিক পুড়েছে বলে তিনি জানান।
গুদাম পরিদর্শক নিয়ামুল বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে সদর উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তারা কেউ।
এবিএন/মমিন/জসিম