রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
logo
  • হোম
  • সারাদেশ
  • হবিগঞ্জ পৌরসভার সাময়িক বরখাস্তকৃত মেয়রের দায়িত্ব গ্রহণ

হবিগঞ্জ পৌরসভার সাময়িক বরখাস্তকৃত মেয়রের দায়িত্ব গ্রহণ

হবিগঞ্জ পৌরসভার সাময়িক বরখাস্তকৃত মেয়রের দায়িত্ব গ্রহণ

হবিগঞ্জ, ২৪ মার্চ, এবিনিউজ : হবিগঞ্জ পৌরসভার সাময়িক বরখাস্তকৃত মেয়র জি কে গউছ দুই বছর তিন মাস পর দায়িত্ব নিয়েছেন ।গতকাল বৃহস্পতিবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পত্রের প্রেক্ষিতে তাকে দায়িত্ব বুঝিয়ে দেন পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র দিলীপ দাশ।

গত ২০১৪ সালে সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় সর্বশেষ চার্জশিটে তিনি আসামি হন।একই বছরের ২৮ ডিসেম্বর তিনি আদালতে আত্মসমর্পণ করেন।

গত ২০১৫ সালে অনুষ্ঠিত নির্বাচনে তিনি কারাগারে আটক থেকেই ৩য় বারের মতো নির্বাচিত হন।কিন্তু কারাগারে আটক থাকা অবস্থায় স্থানীয় সরকার মন্ত্রণালয় তাকে সাময়িকভাবে বরখাস্ত করে। সম্প্রতি তিনি উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পান। পরে তিনি উচ্চ আদালত দায়িত্ব বুঝে পাওয়ার জন্য মামলা করেন।এ উপলক্ষে সকাল ১১টায় পৌরসভায় আসেন জি কে গউছ। পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে বক্তৃতা করেন চুনারুঘাট পৌরসভার মেয়র নাজিম উদ্দিন সামছু।

এবিএন/মো.নুরুজ্জামান ভ’ইয়া/জসিম/স্বপ্না

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত