বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • সেনবাগে ছাত্রলীগের দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া

সেনবাগে ছাত্রলীগের দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া

সেনবাগে ছাত্রলীগের দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া

সেনবাগ (নোয়াখালী), ২৫ মার্চ, এবিনিউজ : সেনবাগ সরকারী কলেজের বার্ষিক মিলাদ মাহফিল ও চলতি বছরে এইচ এস সি পরীক্ষার্থীদের প্রবেশ পত্র বিতরন অনুষ্ঠান পন্ড হয়েছে। আজ সকাল ১১ টায় অনুষ্ঠান টি হবার কথা ছিলো। এতে প্রধান অতিথি হিসেবে স্হানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোরশেদ আলম উপস্থিত থাকার কথা থাকলে ও আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের হামলা পাল্টা হামলা ও ব্যাপক ককটেল বিস্ফোরনের কারনে তিনি পূর্ব নির্ধারিত অনুষ্ঠানে যোগ দেননি। কলেজের মিলাদ মাহফিল ও প্রবেশ পত্র বিতরন অনুষ্ঠান পন্ড হওয়ার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন সেনবাগ সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: মকবুল আহমেদ।

এ ঘটনায় গুরুতর আহত মেয়র গ্রুপের সেনবাগ কলেজ ছাত্রলীগের সভাপতি আবু হাসান তুহিন (২৯) , রেহান উদ্দিন (৪০) নামের এক যুবককে প্রথমে সেনবাগ সরকারী হাসপাতাল ও পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত বাকীদের কে বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। ছাত্রলীগের দুই গ্রুপই আহত হবার বিষয়টি গনমাধ্যমকে এড়িয়ে যান।

প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০ টার দিকে কলেজের অনুষ্ঠানে যোগদিতে সিএনজি যোগে এমপি মোরশেদ আলম গ্রুপের উপজেলা ছাত্রলীগের সভাপতি ফিরোজ আলম রিগান, ও সাধারণ সম্পাদক মাজেদুল হক তানভির সেনবাগ সরকারি কলেজ ছাত্রলীগ সাধারণ সম্পাদক ইকবাল বাহার , ডাকবাংলা এলাকায় পৌছামাত্র অপর গ্রুপের তোপের মুখে পড়েন। এ খবর ছড়িয়ে পড়লে এমপি গ্রুপের নেতাকর্মীরা মিছিল নিয়ে তাদের কে ধাওয়া করেন। এবং মোরশেদ আলম গ্রুপের ছাত্রনেতারা সেনবাগ বাজারে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করেন।

অপর দিকে কলেজে অবস্হানরত এমপি গ্রুপের নেতা কর্মীদেরকে ছাত্রলীগের অপর একটি গ্রুপ ধাওয়া করলে ওই সময় হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে। এ সময় শিক্ষক ছাত্র,ছাত্রীরা নিরাপদে সরিয়ে যান। দু পক্ষের উত্তেজনায় মিলাদ মাহফিল সহ নির্ধারিত অনুষ্ঠান টি পন্ড হয়ে যায়। পুলিশ শহরের গুরত্বপূর্ন পয়েন্ট গুলোতে অবস্হান নিয়েছে। বর্তমানে পরিস্হিতি থমথমে বিরাজ করছে।

এবিএন/ ফিরোজ আলম ভূঞা/জসিম/ইমরান

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত