![মাদারীপুরে গণহত্যা দিবস পালিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/03/25/abnews-24.comiiiiiiiiiii_68904.jpg)
মাদারীপুর, ২৫ মার্চ, এবিনিউজ : গণহত্যা দিবস উপলক্ষ্যে আজ শনিবার মাদারীপুরে নানা কর্মসূচি পালিত হয়েছে। মাদারীপুর সদর, রাজৈর, শিবচর ও কালকিনি উপজেলা আওয়ামী লীগ ও মুক্তিযোদ্ধাদের উদ্যোগে শোভা যাত্রা, মিলাদ-মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। কালকিনি উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাহমিনা সিদ্দিকীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌফিকুজ্জামান শাহিন, যুদ্ধকালীন কমান্ডার আবদুর রহিম, ইউনিয়ন কমান্ডার আবদুল মান্নান প্রমুখ। এছাড়া রাজৈর ডিগ্রি কলেজ মিলনায়তনে গণহত্যা দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এবিএন/সাব্বির হোসাইন আজিজ/জসিম/তোহা