শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

তালতলীর ইকোপার্কে কুমিরের আক্রমনে যুবক নিহত

তালতলীর ইকোপার্কে কুমিরের আক্রমনে যুবক নিহত

বরগুনা, ২৫ মার্চ, এবিনিউজ : বরগুনার তালতলী সোনাকাটা ইকোপার্কে কুমিরের আক্রামনে আসাদুজ্জামান রনি (২৯)নামের এক দর্শনার্থী নিহত হয়েছেন। শনিবার দুপুর ২টার দিকে এ ঘটনাটি ঘটে। নিহত রনির বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার সবুজ নগর গ্রামে।তার বাবার নাম গোলাম মোস্তফা। রনি বিদেশ থেকে এমবিএ শেষ করে সবে মাত্র দেশে এসেছে। আজ শনিবার বন্ধুদের সাথে ভ্রমনে এসেছিল তালতলীর সোনাকাটা ইকোপার্কে। এসময় কুমিরের খাঁচার পাশে গেলে পকুরের তীরে একটা কুমির চুপ হয়ে পড়ে থাকতে দেখে। রনির সঙ্গে থাকা বন্ধুরা জানায়, রনি উৎসাহী হয়ে খাঁচার ভিতরে ঢুকে কুমিরটিকে লাঠি দিয়ে খোঁচা দেয়। তখন কুমিরটি থাবা দিয়ে ধরে তাকে নিয়ে পুকুরে নেমে যায়। এরপর অন্যান্য কুমির ছুটে এসে ছেলেটিকে মেরে ফেলে। পরে জেলা প্রশাসন, পুলিশ, বন বিভাগ, স্থানীয় জনতা যৌথ অভিযান চালিয়ে রনির লাশ উদ্ধার করে। তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ চন্দ্র হালদার জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এবিএন/তরিকুল ইসলাম/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত