শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • ফেনীর বালিগাঁও উচ্চ বিদ্যালয়ে জঙ্গীবাদ বিরোধী সমাবেশ

ফেনীর বালিগাঁও উচ্চ বিদ্যালয়ে জঙ্গীবাদ বিরোধী সমাবেশ

ফেনীর বালিগাঁও উচ্চ বিদ্যালয়ে জঙ্গীবাদ বিরোধী সমাবেশ

ফেনী, ২৫ মার্চ, এবিনিউজ : ফেনী সদর উপজেলার বালিগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে আজ শনিবার সকালে জঙ্গিবাদ,সন্ত্রাস,মাদক ও ইভটিজিং বিরোধী সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ফেনীর নবাগত পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর আলম সরকার। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শুসেন চন্দ্র শীলের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপারের সহধর্মিনী মোনালিসা পারভীন, অতিরিক্ত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, অতিরিক্ত পুলিশ (সদর সার্কেল) ঊক্য সিং, ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খান চৌধুরী, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ওসি আহমেদ নাসির উদ্দিন মোহাম্মদ, বালিগাঁও ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক বাহার। বক্তব্য রাখেন মধুআই তাহফিজুল কুরআন মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা রফিকুল ইসলাম,আফতাব বিবি ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এয়াকুব ফারুকী, বালিগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, সুন্দরপুর এস আর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন ভূঞা, ফকিরহাট আবু বক্কর বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর চৌধুরী, সাপ্তাহিক স্বদেশপত্র সম্পাদক এন এন জীবন, ফেনী সদর উপজেলা ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার ডা.আব্দুল গোফরান, বালিগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুনমুন জাহান, বালিগাঁও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অরুণ চন্দ্র শর্মা, ধুনসাহাদ্দা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা বোরহান উদ্দিন প্রমুখ।ফেনীর বালিগাঁও উচ্চ বিদ্যালয়ে জঙ্গীবাদ বিরোধী সমাবেশ

সমাবেশে বালিগাঁও এর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) রাশেদ খান চৌধুরী। জঙ্গিবাদ,সন্ত্রাস,মাদক ও ইভটিজিং বিরোধী সচেতনতামূলক সমাবেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, ধর্মীয় নেতা ও নানা শ্রেণী পেশার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সমাবেশের শুরুতে একাত্তরের ২৫ মার্চ কালো রাতে রাজারবাগ পুলিশ লাইনসহ সারাদেশের বিভিন্ন স্থানে পাক হানাদার বাহিনীর হাতে নিমর্মভাবে হত্যাযজ্ঞের শিকার শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরাবতা পালন করা হয়।

এবিএন/মোহাম্মদ ইসমাইল/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত