![নড়াইলে ইউপি সদস্য আওয়ামীলীগ নেতাসহ তিনজনকে কুপিয়ে জখম](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/03/26/kupiye-jokhom@abnews_68993.jpg)
নড়াইল , ২৬ মার্চ , এবিনিউজ : নড়াইলের নড়াগাতি থানার কলাবাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ড সদস্য স্থানীয় আওয়ামী লীগ নেতা হাসমত আলী মোল্যাসহ (৪৮) তিনজনকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত শুক্রবার (২৪ মার্চ) রাত ৮টার দিকে কালিয়ার নিধিপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় হাসমতের সঙ্গী জাহাঙ্গীর খান (৫০) ও সবুর মোল্যাকেও (৫৬) কুপিয়ে জখম করা হয়। আহত তিনজনের বাড়ি নিধিপুর গ্রামে। প্রতিপক্ষের মফিজ মোল্যা ও লিকুর নের্তৃত্বে তিনজনকে কুপিয়ে জখম করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহতদেরকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানান, ইউপি সদস্য হাসমত আলীসহ জাহাঙ্গীর ও সবুর মোল্যা এলাকায় জমি সংক্রান্ত শালিস বৈঠক শেষে মোটরসাইকেলযোগে বাড়িতে ফেরার পথে প্রতিপক্ষের লোকজন নিধিপুর এলাকায় তাদেরকে কুপিয়ে গুরুতর জখম করে। নড়াগাতি থানার ওসি মাহাবুবুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় গতকাল শনিবার বিকেল পর্যন্ত মামলা হয়নি।
এবিএন/সৈয়দ খায়রুল আলম/জসিম/নির্ঝর