মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩১
logo

নড়াইলে ছয় দফা দাবিতে মানববন্ধন

নড়াইলে ছয় দফা দাবিতে মানববন্ধন

নড়াইল , ২৬ মার্চ , এবিনিউজ : ছয় দফা দাবিতে নড়াইলে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনা সুরক্ষা পরিষদের উদ্যোগে গতকাল শনিবার বেলা ১১টায় নড়াইল চৌরাস্তা এলাকায় এ মানববন্ধন পালিত হয়।

এ সময় বক্তব্য রাখেন সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সংগঠন ‘অগ্নিবীণা’র চেয়ারম্যান এইচএম সিরাজ, মুক্তিযুদ্ধের চেতনা সুরক্ষা পরিষদের সাধারণ সম্পাদক আনিছুর রহমান, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম, সাংবাদিক কার্তিক দাস, সাথী তালুকদার, কবি মাহাবুবুর রহমান মিঠু প্রমুখ। বক্তারা, নড়াইলসহ প্রতিটি জেলায় রাজাকারদের নামফলক স্থাপনের দাবি করেন। এছাড়া ভুয়া মুক্তিযোদ্ধা প্রতিহতসহ এ কাজের সাথে সংশ্লিষ্টদের দৃষ্টান্তমূলক শাস্তি, প্রকৃত মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের পূর্ণাঙ্গ তালিকা জাতীয়ভাবে প্রকাশ, প্রত্যেক জেলার গুরুত্বপূর্ণ স্থানে শহীদ ও বীরঙ্গনা স্মৃতিস্তম্ভ নির্মাণ, মায়েদের অবদান ও আত্মত্যাগকে মুক্তিযুদ্ধের মর্যাদাদান এবং মুক্তিযোদ্ধাদের সম্মানে প্রজাতন্ত্রের কর্মচারীরা দাঁড়িয়ে সালাম দিবেন-এ মর্মে সংসদে আইন পাশের দাবি জানান। মানববন্ধনে রাজনীতিবিদ, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এবিএন/সৈয়দ খায়রুল আলম/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত