শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • স্পিন্টারের আঘাতে পুলিশ দীপু নিহত হওয়ায় সুনামগঞ্জে শোকের ছায়া

স্পিন্টারের আঘাতে পুলিশ দীপু নিহত হওয়ায় সুনামগঞ্জে শোকের ছায়া

স্পিন্টারের আঘাতে পুলিশ দীপু নিহত হওয়ায় সুনামগঞ্জে শোকের ছায়া

সুনামগঞ্জ, ২৬ মার্চ , এবিনিউজ : সিলেটে বোমা হামলায় নিহত পুলিশ অফিসার চৌধুরী মুহাম্মদ আবু কায়সার দীপু জঙ্গিদের ছোড়া গ্রেনেডের একটি স্পিলন্টারের আঘাতে অতিরিক্ত রক্ত ক্ষরনে তিনি মারা যান। নিহত দিপুর ছোট ভাই চৌধুরী মুহাম্মদ আবু সাহেদ বাবলু বিভিন্ন সুত্র থেকে পাওয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, তার ভাই দীপু অপারেশনের সময় অন্যান্য পুলিশ সদস্যদের নিরাপদে সরিয়ে দিয়ে নিজে অসম সাহসিকতার সঙ্গে সামনে এগিয়ে যেতেই গ্রেনেড বিস্ফোরন হয় এসময় একটি স্পিøন্টার দীপুর কোমরের নীচে এসে বিদ্ধ হয়। এতে তার প্রচন্ড রক্ত ক্ষরণ হয়। পড়ে তিনি মারা যান। নিহত দীপুর বড় ভাই চৌধুরী মুহাম্মদ আবু সাঈদ স্বপন বলেন, এভাবে জঙ্গিদের বেপরোয়া আক্রমনে আর কেউ পুলিশ সদস্য জেন প্রাণ না হারান। তিনি জঙ্গিদের প্রতিরোধে ঐক্যবদ্ধ ভাবে সম্মেলিত প্রচেষ্টা চালিয়ে যাওয়ার আহ্বান জানান। সদর উপজেলার লক্ষণশ্রী গুচ্ছগ্রাম বিদ্যালয়ের প্রধান আতাউর রহমান তালুকদার বলেন, দীপুর মৃত্যুতে সুনামগঞ্জবাসীর অপূরনীয় ক্ষতি সাধিত হয়েছে। যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক রনেন্দ্র তালুকদার পিংকু জানান, দীপু একজন সাদা মনের মানুষ ছিলো। সবসময় হাসি খুশি মুডে তিনি থাকতেন। সুনামগঞ্জ পৌরসভার মেয়র আয়ুব বখত জগলুল বলেন, দীপু একজন মেধাবী ও সাহসী পুলিশ অফিসার ছিলেন। তার বাবা মরহুম আচ্ছদ্দর আলী চৌধুরী ছিলেন মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক ও বিশিষ্ট আওয়ামীলীগ নেতা। দীপু একটি উচ্চ শিক্ষিত প্রগতিশীল পরিবারের সদস্য ছিলো। তার মৃত্যুতে সুনামগঞ্জবাসী শোকাহত।

এবিএন/অরুন চক্রবর্তী/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত