![কে.কে গভ. ইন্সটিটিউশনের সাবেক প্রধান শিক্ষক মো. ফজলুল হক আর নেই](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/03/26/fajal-sar@abnews_69010.jpg)
মুন্সিগঞ্জ, ২৬ মার্চ , এবিনিউজ : সকলের প্রিয় ব্যক্তি কে.কে গভ. ইন্সটিটিউশনের সাবেক প্রধান শিক্ষক মো. ফজলুল হক ৭৫ (ফজল স্যার) গতকাল শনিবার রাত ৮ টায় সোহরাওর্য়াদি মেডিকেল কলেজ ও হাসপাতালে বার্ধক্য জনিত কারনে শেষ নি:শ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্নাইলাইহে রাজিউন)। মরহুমের নামাজে জানাযা আজ রবিবার সকাল ১১:৩০ টায় শহর জামে মসজিদে এবং বাদ জোহর মাঝিবাড়ি ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে মরহুমের মরদেহ তাদের সরদারপাড়া পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র, ১ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার আকস্মিক মৃত্যুতে শহরবাসী শোকাহত। তার মৃত্যুর খবর শুনে শহরের সর্বস্তরের লোকজন তাকে একনজর দেখার জন্য তার বাড়ীতে ছুটে যায়। মুন্সিগঞ্জ ৩ আসনের সাংসদ (সারের ছাত্র) ও মুক্তিযোদ্বা বিষয়ক সম্পাদক এড. মৃণাল কান্তি দাসও তার বাড়ীতে যান স্যার কে দেখার জন্য।
এবিএন/আতিকুর রহমান টিপু/জসিম/নির্ঝর