![খাগড়াছড়িতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/03/26/khagchachori-map@abnews_69022.jpg)
খাগড়াছড়ি, ২৬ মার্চ , এবিনিউজ : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস খাগড়াছড়িতে নানা আয়োজনে পালিত হচ্ছে। আজ প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের সূচনা হয়। এর পর জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার রইচ উদ্দিন, টাস্কফোর্স চেয়ারম্যান যতীন্দ্র লাল ত্রিপুরা,স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, সদর জোন কমান্ডার জি এম সোহাগ, খাগড়াছড়ি এপিবিএন কমান্ড্যান্ট অতিরিক্ত ডিআইজি মো. আওরংজেব মাহবুব জেলা প্রশাসক মো. রাশেদুল ইসলাম, পুলিশ সুপার আলী আহমেদ খান, প্রেস ক্লাব, সাংবাদিক ইউনিয়ন,পৌরসভা,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, আওয়ামীলীগ ও বিএনপিসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে ফুল দেন। পরে খাগড়াছড়ি স্টেডিয়ামে কুচকাওয়াজে সালাম গ্রহন করেন জেলা প্রশাসক মো. রাশেদুল ইসলামও পুলিশ সুপার আলী আহমেদ খান। এছাড়া জেলা বিভিন্ন উপজেলায়ও মহান স্বাধীনতা ও জাতীয় দিবস নানা আয়োজনে পালিত হচ্ছে।
এবিএন/ইব্রাহিম শেখ/জসিম/নির্ঝর