![বিস্ফোরণে আহত র্যাব সদস্যকে সিঙ্গাপুরে পাঠানো হচ্ছে](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/03/26/rab-member-injured_69052.jpg)
সিলেট, ২৬ মার্চ, এবিনিউজ : সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ির সন্দেহভাজন জঙ্গি আস্তানায় অভিযানের সময় বোমা বিস্ফোরণে গুরুতর আহত র্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লে. কর্নেল আবুল কালাম আজাদকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হচ্ছে। আজ রবিবার সন্ধ্যায় তাকে সিঙ্গাপুরে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে বলে জানা গেছে। বর্তমানে তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন রয়েছেন।
রবিবার দুপুরে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক মিজানুর রহমান জানান, উন্নত চিকিৎসার জন্য এয়ার এ্যাম্বুলেন্সে করে একটু পরেই তাকে (আবুল কালাম আজাদ) সিঙ্গাপুরে পাঠানো হবে। এখন পাঠানোর প্রক্রিয়া চলছে।
র্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খান এর আগে বলেন, ‘র্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লে. কর্নেল আবুল কালাম আজাদকে গুরুতর আহত অবস্থায় শনিবার রাতেই ঢাকা নিয়ে আসা হয়েছে। তার অবস্থা গুরুতর। এখনও তিনি শঙ্কামুক্ত নন। সিএমএইচে তার চিকিৎসা চলছে। চিকিৎসকরা এখনও নিশ্চিতভাবে কিছু বলতে পারছেন না।তাকে অবজারভেশনে রাখা হয়েছে।’
উল্লেখ্য, গতকাল শনিবার সন্ধ্যায় সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার জঙ্গি আস্তানা আতিয়া মহলের কয়েকশত গজ দূরে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কে পুলিশের একটি চেকপোস্টের কাছে দুই দফায় বোমা বিস্ফোরণে ২ পুলিশ কর্মকর্তাসহ ৬ জন নিহত হয়। এছাড়াও পুলিশ সদস্যসহ আরও অর্ধশতাধিক মানুষ আহত হন। আহতদের মধ্যে র্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লে. কর্নেল আবুল কালাম আজাদের অবস্থা গুরুতর ছিল।
আহত অবস্থায় প্রথমে তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে রাখা হয়। কিন্তু শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় রাতে বিমান বাহিনীর হেলিকপ্টারে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে আসা হয়। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে।
এবিএন/জনি/জসিম/জেডি