
মুন্সিগঞ্জ, ২৬ মার্চ এবিনিউজ : শ্রীনগরে স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে আওয়ামীলীগের দুই গ্রুপের পাল্টা-পাল্টি কর্মসূচীতে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও গোলা-গুলির ঘটনা ঘটেছে। মুন্সিগঞ্জ-১ আসনের এমপি সুকুমার রঞ্জন ঘোষ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। প্রায় ঘন্টা ব্যাপী চলা সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশ শতাধিক রাউন্ড ফাঁকা গুলি ও কাদুনে গ্যাস ছুরে। এসময় এম রহমান শপিং কমপ্লেক্স ও আশপাশের দোকানে ব্যাপক ভাংচুরের ঘটনা ঘটে। আজ রবিবার বেলা ১২টার দিকে এম রহমান শপিং কমপ্লেক্সের সামনে আকষ্মিক এ ঘটনায় শ্রীনগর বাজার ও আশপাশের এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পরে। সংঘর্ষ থেমে গেলেও এখনো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি মোকাবেলায় জেলা পুলিশ লাইন থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শ্রীনগর থানার অফিসার ইনচার্জ এসএম আলমগীর হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রনে আছে। তবে কত রাউন্ড ফাঁকা গুলি হয়েছে তা হিসেব করে বলতে হবে। এ ব্যাপারে সিরাজদিখান সার্কেল এসপি কাজী মাকসুদা লিমা জানান, অতিরিক্ত পুলিশ নিয়ে ঘটনাস্থলে যাই। এখন পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রনে রয়েছে। তবে নিয়ন্ত্রনে আনার জন্য শটগান ও টিয়ার সেল ব্যবহার করতে হয়েছে। পুলিশ অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য অভিযান চালাচ্ছে।
এবিএন/আতিকুর রহমান টিপু/জসিম/তোহা