
ঢাকা, ২৬ মার্চ, এবিনিউজ : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় মো. গোলাপ হোসেন পিংকু (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করছে দুর্বৃত্তরা। আজ রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার কৈলাইল ইউনিয়নের মালিকান্দা এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ঐ গ্রামের মিয়াজান বেপারীর ছেলে।
স্থানীয়রা জানায়, পিংকু ইট ভাটার মালিকদের সঙ্গে মাটির ব্যবসা করতেন। প্রতিদিনের মতো আজও তিনি বিকালে ইটভাটায় মাটি দেওয়ার জন্য মালিকান্দা ব্রিজ এলাকায় গেলে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হাত-পা কেটে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার পরিবারের সদস্যদের দাবি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
এ বিষয়ে নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশ সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনায় জড়িত অপরাধীদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।
এবিএন/মমিন/জসিম