সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
logo

বান্দরবানে আগুনে ৩৪ দোকান ও বসতবাড়ি পুড়ে ছাই

বান্দরবানে আগুনে ৩৪ দোকান ও বসতবাড়ি পুড়ে ছাই

বান্দরবান, ২৭ মার্চ, এবিনিউজ : বান্দরবানের থানচি উপজেলার বলিপাড়া বাজারের ভয়াবহ অগ্নিকান্ডে ৩৪টি দোকান ও বসতবাড়ি ভস্মিভূত হয়েছে। রোববার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে বিজিবি, পুলিশ ও স্থানীয় লোকজন দীর্ঘ ৪ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

খবর পেয়ে বান্দরবান জেলা শহর থেকে দমকল বাহিনীর ২টি ইউনিট বলিপাড়ার উদ্দেশে রওনা দিলেও তারা সেখানে পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছে স্থানীয়রা।

বলিপাড়া ইউপি চেয়ারম্যান বাসুই চিং মারমা জানান, আগুনে বলিপাড়া বাজারের ৩০টি দোকান ও ৪টি বসতঘর পুড়ে গেছে। বিজিবির কর্মকর্তরা জানিয়েছেন, আগুন নেভাতে ব্যাটালিয়নের সব ধরনের অগ্নিনির্বাপণের সরঞ্জাম ব্যবহার করা হয়েছে। কিন্তু আগুন বেশি ছড়িয়ে যাওয়ায় তা কাজে আসেনি। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা হবে বলে প্রাথমিকভাবে ধারণা করছে স্থানীয়

এবিএন/মোহাম্মদ আব্দুর রহিম/জসিম/ইমরান

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত