![বাংলার মাটিতে জঙ্গিবাদের ঠাঁই হবে না : ডিআইজি](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/03/27/police@abnews_69329.jpg)
মাগুরা, ২৭ মার্চ, এবিনিউজ : খুলনা রেঞ্জের ডিআইজি এস এম মনিরুজ্জামান বলেছেন, সন্ত্রাস ও মাদকের ক্ষেত্রে এই সরকার জিরো টলারেন্স ঘোষণা করেছে। আর তা বাস্তবায়নের দায়িত্ব নিয়েছে বাংলাদেশ পুলিশ। তাই এই বাংলার মাটিতে কোনো জঙ্গিবাদের ঠাঁই হবে না। আজ সোমবার দুপুরে মাগুরা নোমানী ময়দান মাঠে বার্ষিক পুলিশ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
পরে শেষে ১৪৭ জন মাদক বিক্রেতা ও সেবীকে পুনর্বাসনের আওতায় এনে প্রাথমিকভাবে তাদেরকে ফুল ও গিফট সামগ্রী দিয়ে বরণ করে নেন ডিআইজি।
ডিআইজি মনিরুজ্জামান আরও বলেন, আপনারা দেখছেন কোনো গোষ্ঠীই সন্ত্রাস ও জঙ্গিবাদ সৃষ্টি করে পার পায়নি। সম্প্রতি সিলেটেও জঙ্গিদের আস্তানায় অভিযানের সময় দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। তারপরও পুলিশ বাহিনী তাদের কর্তব্য থেকে পিছু হটেনি। পুলিশ কখনো তাদের কর্তব্য থেকে পিছু হটে না।
মাগুরার পুলিশ সুপার মুনিবুর রহমানের সভাপতিত্বে পুলিশ সমাবেশে বিশেষ অতিথি ছিলেন- জেলা প্রশাসক মাহবুবর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, অতিরিক্ত রেঞ্জ ডিআইজি হাবিবুর রহমান, মাগুরা প্রেসক্লাব সাধারণ সম্পাদক শামীম আহমেদ খান, সদর উপজেলা চেয়ারম্যান রুস্তম আলী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু নাসির বাবলু, অ্যাডভোকেট সৈয়দ শরিফুল ইসলাম, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল।
এবিএন/মমিন/জসিম