![খাগড়াছড়িতে এক ছড়ায় তিন শতাধিক কলা](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/03/27/banana@abnews24_69335.jpg)
খাগড়াছড়ি, ২৭ মার্চ, এবিনিউজ : জেলার পানছড়ি উপজেলায় এক ছড়ায় ৩ শতাধিক কলা দেখার জন্য জমে উঠছে উৎসুক জনতার ভীড়। আর এই ভীড় সামাল দিতে কলার মালিক শেষ পর্যন্ত নিজের পরিহিত লুঙ্গি দিয়ে ডেকে রেখেছেন ছড়াটিকে।
এই বিশালাকার ছড়াটি দেখা যায় উপজেলার ৫নং উল্টাছড়ি ইউপির জিয়ানগর গ্রামের শরাফত আলীর দোকানে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বিশালাকার ছড়াটি ঝুলে আছে শরাফত আলীর দোকানে। শরাফত আলী (৫৬) জিয়া নগর গ্রামের আ. হেকিমের ছেলে। দোকানে বিক্রির জন্য তিনি কলার ছড়াটি শান্তিপুর এলাকা থেকে ক্রয় করেছেন বলে জানান। গাছ থেকে কাটার পর ছড়াটি তার ভাতিজা সোহেল, ভাই টুকু ও নিজে কাধে করে এনেছেন।
ছড়াটির ১৫টি ফনায় ২১টি করে কলা রয়েছে। তার ধারণা এটার ওজন এক মণের অধিক হবে।
এলাকার ইউপি সদস্যা সোলেমা খাতুন এবং বয়োবৃদ্ধ নুরজাহান জানান, জীবনে এত বড় কলার ছড়া তারা কখনো দেখেননি।
পানছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলাউদ্দিন শেখও ছুটে আসেন এ খবরে। তিনি জানান, এটি সাগর কলা। এটাকে অনেকে জাহাজী কলাও বলে থাকে। তিনি বলেন কলাগুলো এখনো অপরিপক্ক। তবে এতবড় ছড়া তিনিও আগে কখনো দেখেননি বলে জানান।
এবিএন/ইব্রাহিম শেখ/জসিম/স্বপ্না