শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

সোনাগাজী পৌর মেয়রের কাজে আ’লীগ সভাপতির বাধা

সোনাগাজী পৌর মেয়রের কাজে আ’লীগ সভাপতির বাধা

সোনাগাজী, ২৮ মার্চ, এবিনিউজ : সোনাগাজী পৌরসভার তহবিল থেকে ৭ নং ওয়ার্ডের বলি বাড়ী সড়কের নির্মাণ কাজ করছে মেয়র রফিকুল ইসলাম খোকন।আজ মঙ্গলবার সকালে সড়কটির নির্মাণ কাজে নিম্মমানের নির্মাণ সামগ্রী ব্যবহার হচ্ছে দেখে ক্ষুব্ধ এলাকাবাসীর দাবীর প্রেক্ষিতে উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিন শ্রমিকদের কাজ বন্ধ করতে বলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান,বিষয়টি শ্রমিকেরা মেয়র কে অবহিত করেন এবং এর কিছুক্ষন পর মডেল থানার একদল পুলিশ কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দিলে সেখানে উত্তেজনার সৃষ্টি হয়। স্থানীয় এলাকাবাসীর দাবীর প্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থল থেকে ফিরে গেলে কাজ বন্ধ থাকে।

এর কিছুক্ষণ পর মডেল থানার এসআই ডালিম মজুমদার,নুরুল আমিন,শহিদ উল্যার নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুনরায় নির্মান কাজ চালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ এলাকাবাসীর তোপের মুখে পড়ে।একপর্যায়ে পু্লশি নিম্মমানের নির্মান সামগ্রী সরিয়ে নতুন নির্মান সামগ্রী আনার ঘোষনা দিলে পরিস্থিতি শান্ত হয়।

আ’লীগ সভাপতি রুহুল আমিন বলেন, মেয়র খোকনের কোন জনপ্রিয়তা না থাকা সত্বেও নৌকা প্রতীকের কথা বিবেচনা করে আমরা তাকে জিতিয়ে এনেছি। কিন্তু তার দুর্নীতি, অনিয়মের কারণে চরমভাবে আ’লীগ ক্ষতিগ্রস্থ হচ্ছে। পৌরসভাকে সে দুর্নীতির আখড়ায় পরিণত করেছে।

সরজমিনে দেখা যায়, সড়কটির নির্মাণে যে ইট ও বালু ব্যাবহার করা হচ্ছে তাহা খুবই নিম্মমানের। সেখানে উপস্থিত পৌরসভার কর্মচারী দিলিপ কুমার দাসকে এগুলো দেখানো হলে সে কোন মন্তব্য করতে রাজী হয়নি।

আ’লীগ সভাপতির বক্তব্যের প্রতিক্রিয়া জানতে মেয়র খোকনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি তার বিরুদ্ধে আনীত সব অভিযোগ অস্বীকার করেন।

নিম্মমানের নির্মাণ সামগ্রী দিয়ে সড়কের নির্মাণ কাজে পুলিশ সহযোগিতা করছে এলাকাবাসীর এমন দাবীর প্রেক্ষিতে সিনিয়র সহকারী পুলিশ সুপার জুনায়েত কাউসারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, পুলিশের এ ধরনের কাজে হস্তক্ষেপ করার সুযোগ নেই তবে আইনশৃংখলা অবনতির আশংকা থাকলে পুলিশ ব্যবস্থা নিতে পারে।

এবিএন/আবুল হোসেন রিপন/জসিম/স্বপ্না

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত