
হবিগঞ্জ, ২৮ মার্চ, এবিনিউজ : পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের চাকুরী জাতীয়করণসহ বেতন-ভাতা ও পেনশনসুবিধা সরকারের রাজস্ব তহবিল থেকে প্রদানের দাবীতে মানববন্ধন কর্মসুচী পালন করেছে বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশন হবিগঞ্জ জেলা শাখা।আজ মঙ্গলবার বেলা ১১ টায় হবিগঞ্জ শহরের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে হবিগঞ্জ জেলার ৬ টি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। মানববন্ধনে অংশগ্রহনকারী নেতৃবৃন্দ বলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের অধীন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, জনস্বাস্থ্য অধিদপ্তর, ওয়াসা, সমবায় অধিদপ্তরসহ অনেক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা সরকারের রাজস্ব তহবিল থেকে বেতন-ভাতাসহ পেনশন সুবিধা পেয়ে থাকেন। অথচ জনসেবকের মুল দায়িত্ব পালনকারী সংস্থা স্থানীয় সরকারের মুল প্রতিষ্ঠান পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও আনুতোষিক পৌরসভার রাজস্ব তহবিল থেকে প্রদান করা হয়। ফলে দেশের অনেক পৌরসভায় বেতনভাতা অনিয়মিত। কর্মকর্তা-কর্মচারীরা মানবেতর জীবন যাপন করছেন। তারা পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের দাবী মেনে নিতে সরকারের প্রতি আহবান জানিয়ে প্রধানমন্ত্রী বরাবরে জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন। জেলা প্রশাসকের পক্ষ হতে স্মারকলিপি গ্রহন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ রোকন উদ্দিন।মানববন্ধন কর্মসূচীতে হবিগঞ্জ পৌরসভাসহ চুনারুঘাট, মাধবপুর, নবীগঞ্জ, শায়েস্তাগঞ্জ ও আজমিরিগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহন করেন।
এবিএন/মো. নুরুজ্জামান ভূঁইয়া/জসিম/স্বপ্না